সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার বসে বাজিতপুরের পিরিজপুরে। পাইকারি বাজারটি সপ্তাহের সাত দিন বসলেও শুক্র ও সোমবার আধা বেলা বসে কাঁচা কলার হাট। সপ্তাহে দুই দিন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা কলার এই হাটে শত শত মানুষ জড়ো হয়। পাইকারি এই হাটে সপ্তাহের দুই দিনে কোটি টাকার কলা বেচাকেনা হয়।
এই হাটে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি, চরপাইকসা, চরপুখিয়া, লোহাজুরি ফেকামারা, কুলিয়ারচর, বাজিতপুর, নিকলী ও করিমগঞ্জের পাশাপাশি আশপাশের অনেক এলাকার চাষিরা কলা বিক্রি করেন। এর মধ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ক্ষিদিরপুর, রামপুর, চালাকচর, মধুপুর, পোড়াদিয়া এবং গাজীপুরের কাপাসিয়ার খিরাটি, বড়চাপা থেকেও কলাচাষিরা এই বাজারে কলা বিক্রি করতে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরাও এখান থেকে কলা কিনতে আসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মোট কলা চাষ হয়েছে ৮৯০ হেক্টর জমিতে। কলার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৭৭৪ টন। এর মধ্যে বেশি পরিমাণ কলা চাষ হয় বাজিতপুরে। এ বছরও সবচেয়ে বেশি কলা চাষ হয়েছে বাজিতপুর উপজেলায়। বাজিতপুরে ২০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। এরপর পাশের উপজেলা কটিয়াদীতে ১৬০ হেক্টর ও কুলিয়ারচরে ১৪৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এ ছাড়া করিমগঞ্জ ৭৬ হেক্টর ও পাকুন্দিয়া উপজেলায় ৬৫ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকেরা।
প্রতি মাসে ঐতিহ্যবাহী এই কলার হাট থেকে সরকারি কোষাগারে জমা হয় ১ কোটি ৩ লাখ টাকা। হাটের বয়স প্রায় ৪০ বছর। প্রতি ছড়ি কলা কৃষকেরা বিক্রি করলে সরকারকে খাজনা দেন ২ টাকা। আর যারা কলা কেনে, তারাও প্রতি কলার ছড়িতে খাজনা দেয় ২ টাকা। বাজারটি একটি নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে চলে। খাজনার পরিমাণ কম হওয়ায় এই হাটে স্বচ্ছন্দে কলা বিক্রি করেন চাষিরা। মহাসড়কের পাশেই হাটটি হওয়ায় পরিবহনের জন্যও বাড়তি কোনো ভোগান্তি বা ঝামেলায় পড়তে হয় না।
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নবাদ এলাকার ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ধরে এই বাজার থেকে আড়তে কলা কিনে নিয়ে যাই। এখানে সপ্তাহে দুই দিন কলা কিনতে আসি। খুব ভোর থেকে এই হাটে কলা নিয়ে আসেন চাষিরা। আমি আগের দিন মাঝরাতেই গাড়ি নিয়ে রওনা হয়ে সকালে এই হাটে আসি। বেশি পরিমাণে কলা কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।’
কুলিয়ারচর উপজেলার আগরপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মো. জমশেদ আলম কলার চাষ করেন ১০ বছর ধরে। অন্যান্য ফসল চাষের পাশাপাশি কলা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি। নিয়মিত সবরি কলা চাষ করছেন। তিনি বলেন, ‘পিরিজপুর হাটে ভালো দামে সবরি কলা, সাগর কলা, কবরী কলা, চিনিচম্পা কলা, আনাজি কলাসহ কয়েক জাতের দেশি কলা বিক্রি হয়। কোনো হয়রানি ছাড়াই এই হাটে স্বচ্ছন্দে কলা বেচাকেনা করতে পারি।’
পিরিজপুর বাজার সমিতির সভাপতি আবদুল্লাহ আল-মামুন বলেন, পিরিজপুর একটি ঐতিহ্যবাহী বাজার এবং কিশোরগঞ্জের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার। কলার এই বাজার প্রায় ৪০ বছর ধরে প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার বসে। ভোর ৫টা থেকে শুরু হয়ে দুপুরের মধ্যে কলা বেচাকেনা শেষ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এই বাজারে আসে। সপ্তাহে দুই দিন এই বাজারে কোটি টাকার ওপরে বিক্রি হয়। এই বাজারে দালালদের দৌরাত্ম্য নেই বিধায় ক্রেতারা সহজে কলা কিনতে পারেন। অন্যান্য বাজারের তুলনায় খাজনাও কম। তাই পিরিজপুর কাঁচা সবজি ও কলার পাইকারি বাজারের প্রতি মানুষের আগ্রহ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এ হাটে প্রচুর বেচাকেনা হয়। প্রতিবছরই হাটটির উন্নয়নে কাজ করা হয়। এ হাটের উন্নয়ন নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।’
কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার বসে বাজিতপুরের পিরিজপুরে। পাইকারি বাজারটি সপ্তাহের সাত দিন বসলেও শুক্র ও সোমবার আধা বেলা বসে কাঁচা কলার হাট। সপ্তাহে দুই দিন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা কলার এই হাটে শত শত মানুষ জড়ো হয়। পাইকারি এই হাটে সপ্তাহের দুই দিনে কোটি টাকার কলা বেচাকেনা হয়।
এই হাটে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি, চরপাইকসা, চরপুখিয়া, লোহাজুরি ফেকামারা, কুলিয়ারচর, বাজিতপুর, নিকলী ও করিমগঞ্জের পাশাপাশি আশপাশের অনেক এলাকার চাষিরা কলা বিক্রি করেন। এর মধ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ক্ষিদিরপুর, রামপুর, চালাকচর, মধুপুর, পোড়াদিয়া এবং গাজীপুরের কাপাসিয়ার খিরাটি, বড়চাপা থেকেও কলাচাষিরা এই বাজারে কলা বিক্রি করতে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরাও এখান থেকে কলা কিনতে আসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মোট কলা চাষ হয়েছে ৮৯০ হেক্টর জমিতে। কলার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৭৭৪ টন। এর মধ্যে বেশি পরিমাণ কলা চাষ হয় বাজিতপুরে। এ বছরও সবচেয়ে বেশি কলা চাষ হয়েছে বাজিতপুর উপজেলায়। বাজিতপুরে ২০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। এরপর পাশের উপজেলা কটিয়াদীতে ১৬০ হেক্টর ও কুলিয়ারচরে ১৪৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এ ছাড়া করিমগঞ্জ ৭৬ হেক্টর ও পাকুন্দিয়া উপজেলায় ৬৫ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকেরা।
প্রতি মাসে ঐতিহ্যবাহী এই কলার হাট থেকে সরকারি কোষাগারে জমা হয় ১ কোটি ৩ লাখ টাকা। হাটের বয়স প্রায় ৪০ বছর। প্রতি ছড়ি কলা কৃষকেরা বিক্রি করলে সরকারকে খাজনা দেন ২ টাকা। আর যারা কলা কেনে, তারাও প্রতি কলার ছড়িতে খাজনা দেয় ২ টাকা। বাজারটি একটি নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে চলে। খাজনার পরিমাণ কম হওয়ায় এই হাটে স্বচ্ছন্দে কলা বিক্রি করেন চাষিরা। মহাসড়কের পাশেই হাটটি হওয়ায় পরিবহনের জন্যও বাড়তি কোনো ভোগান্তি বা ঝামেলায় পড়তে হয় না।
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নবাদ এলাকার ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ধরে এই বাজার থেকে আড়তে কলা কিনে নিয়ে যাই। এখানে সপ্তাহে দুই দিন কলা কিনতে আসি। খুব ভোর থেকে এই হাটে কলা নিয়ে আসেন চাষিরা। আমি আগের দিন মাঝরাতেই গাড়ি নিয়ে রওনা হয়ে সকালে এই হাটে আসি। বেশি পরিমাণে কলা কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।’
কুলিয়ারচর উপজেলার আগরপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মো. জমশেদ আলম কলার চাষ করেন ১০ বছর ধরে। অন্যান্য ফসল চাষের পাশাপাশি কলা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি। নিয়মিত সবরি কলা চাষ করছেন। তিনি বলেন, ‘পিরিজপুর হাটে ভালো দামে সবরি কলা, সাগর কলা, কবরী কলা, চিনিচম্পা কলা, আনাজি কলাসহ কয়েক জাতের দেশি কলা বিক্রি হয়। কোনো হয়রানি ছাড়াই এই হাটে স্বচ্ছন্দে কলা বেচাকেনা করতে পারি।’
পিরিজপুর বাজার সমিতির সভাপতি আবদুল্লাহ আল-মামুন বলেন, পিরিজপুর একটি ঐতিহ্যবাহী বাজার এবং কিশোরগঞ্জের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার। কলার এই বাজার প্রায় ৪০ বছর ধরে প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার বসে। ভোর ৫টা থেকে শুরু হয়ে দুপুরের মধ্যে কলা বেচাকেনা শেষ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এই বাজারে আসে। সপ্তাহে দুই দিন এই বাজারে কোটি টাকার ওপরে বিক্রি হয়। এই বাজারে দালালদের দৌরাত্ম্য নেই বিধায় ক্রেতারা সহজে কলা কিনতে পারেন। অন্যান্য বাজারের তুলনায় খাজনাও কম। তাই পিরিজপুর কাঁচা সবজি ও কলার পাইকারি বাজারের প্রতি মানুষের আগ্রহ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এ হাটে প্রচুর বেচাকেনা হয়। প্রতিবছরই হাটটির উন্নয়নে কাজ করা হয়। এ হাটের উন্নয়ন নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে