Ajker Patrika

শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের তালুকদারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেলচালক ইঞ্জিনিয়ার লতিফুর রহমান লতিফ (২৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের এজি অ্যাগ্রো লিমিটেডে কোম্পানিতে চাকরি করতেন। 

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বলেন, দুপুরের দিকে মোটরসাইকেলচালক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তালুকদার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে মাথায় আঘাত পান। এ সময় অনেক রক্তক্ষরণ হয়। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি থানা-পুলিশকে কেউ অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত