নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গ্রাহকের অন্তত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। তাঁরা বলছেন, বিশ্বাস করে বেশি মুনাফার প্রলোভনে আয়ের সবটাই এই সমিতিতে জমা করেছেন। তাই শেষ সম্বল হারিয়ে দিশেহারা অবস্থা তাঁদের।
এর আগে মঙ্গলবার রাতে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে রামপুরা থানার পুলিশ। পরে বুধবার পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এরই ধারাবাহিকতায় আজও বিক্ষোভ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় রামপুরা থানার সামনে ভুক্তভোগীরা অবস্থান নেন। টাকা ফেরতের দাবিতে বনশ্রী-মেরাদিয়া সড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভের কথা নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মূল অভিযুক্তকে আমরা আটক করেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছি। ভুক্তভোগীরা যেন উপকৃত হন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’
ভুক্তভোগীরা অধিকাংশ নিম্ন আয়ের মানুষ উল্লেখ করে ওসি বলেন, ‘কেউ গার্মেন্টসের কর্মী, কেউ রিকশাচালক, আবার কেউ গৃহকর্মী। তাঁরা অনেক কিছু বোঝেন না। তাই না বুঝেই থানার সামনে এসে আজ বেলা ১১টা থেকে ৫০০-৭০০ জন ভুক্তভোগী সমবেত হন। কার কার কাছ থেকে টাকা নিয়েছে আমরা একটি লিস্ট করছি। তবে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত, সেই তালিকা পাওয়া যাচ্ছে না। কত টাকা আত্মসাৎ করেছে, এরও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’
এদিকে বিক্ষোভকারীর জানান, প্রায় ৫ হাজার গ্রাহকের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেন। গ্রাহকদের অধিকাংশই নিম্নবিত্তের। দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, মালিক আলাউদ্দিন হোসেন তাঁদের প্রলোভন দেখিয়েছিলেন, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা দেবেন। কিন্তু এখন মুনাফা তো দূরের কথা, জমানো টাকাও তিনি ফেরত দিতে পারবেন না বলে জানিয়েছেন।
রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গ্রাহকের অন্তত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। তাঁরা বলছেন, বিশ্বাস করে বেশি মুনাফার প্রলোভনে আয়ের সবটাই এই সমিতিতে জমা করেছেন। তাই শেষ সম্বল হারিয়ে দিশেহারা অবস্থা তাঁদের।
এর আগে মঙ্গলবার রাতে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে রামপুরা থানার পুলিশ। পরে বুধবার পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এরই ধারাবাহিকতায় আজও বিক্ষোভ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় রামপুরা থানার সামনে ভুক্তভোগীরা অবস্থান নেন। টাকা ফেরতের দাবিতে বনশ্রী-মেরাদিয়া সড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভের কথা নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মূল অভিযুক্তকে আমরা আটক করেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছি। ভুক্তভোগীরা যেন উপকৃত হন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’
ভুক্তভোগীরা অধিকাংশ নিম্ন আয়ের মানুষ উল্লেখ করে ওসি বলেন, ‘কেউ গার্মেন্টসের কর্মী, কেউ রিকশাচালক, আবার কেউ গৃহকর্মী। তাঁরা অনেক কিছু বোঝেন না। তাই না বুঝেই থানার সামনে এসে আজ বেলা ১১টা থেকে ৫০০-৭০০ জন ভুক্তভোগী সমবেত হন। কার কার কাছ থেকে টাকা নিয়েছে আমরা একটি লিস্ট করছি। তবে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত, সেই তালিকা পাওয়া যাচ্ছে না। কত টাকা আত্মসাৎ করেছে, এরও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’
এদিকে বিক্ষোভকারীর জানান, প্রায় ৫ হাজার গ্রাহকের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেন। গ্রাহকদের অধিকাংশই নিম্নবিত্তের। দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, মালিক আলাউদ্দিন হোসেন তাঁদের প্রলোভন দেখিয়েছিলেন, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা দেবেন। কিন্তু এখন মুনাফা তো দূরের কথা, জমানো টাকাও তিনি ফেরত দিতে পারবেন না বলে জানিয়েছেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে