Ajker Patrika

করোনা প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাঠে নেমেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাঠে নেমেছে নৌবাহিনী

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনী। এরই মধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের ২৩ কর্মকর্তাসহ ১৯৬ জনের ৮টি কন্টিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। 

বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে ১২ জন কর্মকর্তাসহ ১০৮ নৌসদস্যের ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।

অন্যদিকে খুলনা নৌ অঞ্চলের ১১ জন কর্মকর্তাসহ ৮৮ জন নৌসদস্যের ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় কাজ করছে।

সমুদ্র ও উপকূলীয় এসব এলাকায় করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছেন এ নৌসদস্যরা। এ ছাড়া যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত