উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর মিরপুর থেকে র্যাব পরিচয়ে আব্দুস সালাম নামের একজন গার্মেন্টসকর্মীকে অপহরণের ঘটনায় খিলক্ষেত থেকে ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করা হয়েছে। খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ১/এ সড়কের ২১ নম্বর বাড়ির সামনে থেকে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার আব্দুল লতিফ মল্লিকের ছেলে হারুন-অর-রশিদ (৪০), বাগেরহাটের হাসান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৮), খুলনার নাসির উদ্দিন সরদারের ছেলে রবিউল সরদার (৩২), মাদারীপুরের আপেল উদ্দিন শেখের ছেলে জামাল শেখ (১৯), চাঁদপুরের আব্দুল কাশেমের ছেলে আব্দুল সাত্তার (১৯) এবং জামালপুরের খোরশেদ আলমের ছেলে মো. আশিক (২০)।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে জানান, গত সোমবার মিরপুরের একটি বাসা থেকে গার্মেন্টসকর্মী আব্দুস সালামকে র্যাব পরিচয়ে মারধর করে ব্যক্তিগত গাড়িতে বাড্ডার দিকে নিয়ে যায়। গাড়িতে তোলার কিছুক্ষণ পরই র্যাব পরিচয়দানকারী অপহরণকারীরা গার্মেন্টসকর্মীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারী হারুনের বাসায় সালামকে আটকিয়ে রেখে সবাই মিলে মারধর করে। মারধরের একপর্যায়ে টাকা দিতে সে রাজি হয়।
নোমান আহমদ আরও জানান, পরে অপহরণকারীরা ওই গার্মেন্টসকর্মীর মোবাইল থেকে তাঁর মেয়েকে ফোন দিনে মুক্তিপণের টাকা দাবি করে। কিন্তু ভুক্তভোগীর মেয়ে এত টাকা দিতে পারবেন না বলে জানালে অপহরণকারীরা ৫ লাখ টাকায় রাজি হয়। সেই সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে সালামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার বলেন, কিন্তু অপহৃত ওই গার্মেন্টসকর্মীর মেয়ে বিষয়টি র্যাবকে জানালে, র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি করে ওই অপহরণকারী চক্রকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রটি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি/র্যাব) পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করত। পরে সাধারণ মানুষের ওপর হামলা, অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি, শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করত।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীর মিরপুর থেকে র্যাব পরিচয়ে আব্দুস সালাম নামের একজন গার্মেন্টসকর্মীকে অপহরণের ঘটনায় খিলক্ষেত থেকে ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করা হয়েছে। খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ১/এ সড়কের ২১ নম্বর বাড়ির সামনে থেকে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার আব্দুল লতিফ মল্লিকের ছেলে হারুন-অর-রশিদ (৪০), বাগেরহাটের হাসান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৮), খুলনার নাসির উদ্দিন সরদারের ছেলে রবিউল সরদার (৩২), মাদারীপুরের আপেল উদ্দিন শেখের ছেলে জামাল শেখ (১৯), চাঁদপুরের আব্দুল কাশেমের ছেলে আব্দুল সাত্তার (১৯) এবং জামালপুরের খোরশেদ আলমের ছেলে মো. আশিক (২০)।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে জানান, গত সোমবার মিরপুরের একটি বাসা থেকে গার্মেন্টসকর্মী আব্দুস সালামকে র্যাব পরিচয়ে মারধর করে ব্যক্তিগত গাড়িতে বাড্ডার দিকে নিয়ে যায়। গাড়িতে তোলার কিছুক্ষণ পরই র্যাব পরিচয়দানকারী অপহরণকারীরা গার্মেন্টসকর্মীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারী হারুনের বাসায় সালামকে আটকিয়ে রেখে সবাই মিলে মারধর করে। মারধরের একপর্যায়ে টাকা দিতে সে রাজি হয়।
নোমান আহমদ আরও জানান, পরে অপহরণকারীরা ওই গার্মেন্টসকর্মীর মোবাইল থেকে তাঁর মেয়েকে ফোন দিনে মুক্তিপণের টাকা দাবি করে। কিন্তু ভুক্তভোগীর মেয়ে এত টাকা দিতে পারবেন না বলে জানালে অপহরণকারীরা ৫ লাখ টাকায় রাজি হয়। সেই সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে সালামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার বলেন, কিন্তু অপহৃত ওই গার্মেন্টসকর্মীর মেয়ে বিষয়টি র্যাবকে জানালে, র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি করে ওই অপহরণকারী চক্রকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রটি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি/র্যাব) পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করত। পরে সাধারণ মানুষের ওপর হামলা, অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি, শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করত।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রীয় লাইব্রেরি ধুঁকছে নানা সংকটে। স্যাঁতসেঁতে কক্ষ। নেই বসার পর্যাপ্ত জায়গা। আলোকস্বল্পতাও প্রকট। সকাল ৯টায় খোলা হলেও সামান্য দেরিতে গেলে বসার জায়গা পান না শিক্ষার্থীরা। এসব সমস্যার সমাধানসহ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও লাইব্রেরি খোলা রাখার...
৩১ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে রাজশাহী রুটে বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। প্রতিদিন এ দুই ট্রেনে ১০ থেকে ১২ হাজার যাত্রী যাতায়াত করে থাকে। অথচ মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন কোচ দিয়ে চলছে ট্রেন দুটি।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের মাইজভান্ডারি মতাদর্শের অনুসারী সোহেল রানা। তিনি গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে কবিরাজি করতেন। মাজারে মাজারে ঘুরে দিনপাত করতেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সোহেলকে একটি ইটভাটায় ডেকে নেয় সুমন বাহিনী। প্রথমে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়।
১ ঘণ্টা আগেপ্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হাসপাতালের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপদেষ্টা। রাত সাড়ে ১২টার পর হাসপাতালের বিকল্প আরেকটি গেট (বাগান গেট) দিয়ে তিনি বের হয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে