অনলাইন ডেস্ক
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের শুরুতেই পতাকা বিক্রি করতে দেখা যেত অনেককেই। বাসে, রিকশায়, এমনকি অনেক বাড়ির ছাদেও টানানো হতো পতাকা। এবার বিজয়ের মাস শুরু হলেও রাজধানীতে পতাকা খুব একটা চোখে পড়ছে না। এমনকি পতাকা বিক্রিতেও ভাটার টানের কথা জানিয়েছেন হকার ও পাইকারি ব্যবসায়ীরা।
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পতাকা। সেখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আকারের পতাকা, মাথায় বাঁধার জন্য পতাকাসদৃশ রাবার ব্যান্ড, কাগজের পতাকা বিক্রি করেন। সেখানে পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন মো. সজিব। গতকাল বুধবার কথা হলে তিনি বলেন, ‘পতাকার বিক্রি নেই। মানুষ কিনতে আসে না। কেন আসে না এইডা কইতে পারুম না। তবে ব্যবসা আর আগের মতো নেই।’ এই ব্যবসায়ী জানান, আগে ডিসেম্বর এলেই পতাকার জন্য ভিড় জমে যেত, এখন ক্রেতার অপেক্ষায় থাকতে হয়।
আরেক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আগে এক দিনে লাখ টাকার ওপরেও পতাকা বিক্রি করছি। এ বছর ৫-৭ হাজার টাকার পতাকাও বিক্রি করতে কষ্ট হয়।’
ঠিক কী কারণে বিক্রি কম হচ্ছে, তা খুব একটা বলতে পারছেন না এই ব্যবসায়ীরা। তবে কারও কারও কথায় রাজনৈতিক পটপরিবর্তন, দেশের থমথমে অবস্থার প্রসঙ্গটি উঠে আসে।
রাজধানীর চকবাজারে পতাকা পাইকারিতে বিক্রি হয়। সেখানেও দোকানগুলোয় খুব একটা ভিড় দেখা যায়নি। ব্যবসায়ী আসাদুজ্জামান অমিত বলেন, ‘এই সময় কথা বলার সময় পাইতাম না। ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মাল বিক্রি হইতো। এখন নাই। এই যে দেখেন, ফেরিওয়ালারা বাকি মাল ফেরত দিতে আসছে।’
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের শুরুতেই পতাকা বিক্রি করতে দেখা যেত অনেককেই। বাসে, রিকশায়, এমনকি অনেক বাড়ির ছাদেও টানানো হতো পতাকা। এবার বিজয়ের মাস শুরু হলেও রাজধানীতে পতাকা খুব একটা চোখে পড়ছে না। এমনকি পতাকা বিক্রিতেও ভাটার টানের কথা জানিয়েছেন হকার ও পাইকারি ব্যবসায়ীরা।
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পতাকা। সেখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আকারের পতাকা, মাথায় বাঁধার জন্য পতাকাসদৃশ রাবার ব্যান্ড, কাগজের পতাকা বিক্রি করেন। সেখানে পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন মো. সজিব। গতকাল বুধবার কথা হলে তিনি বলেন, ‘পতাকার বিক্রি নেই। মানুষ কিনতে আসে না। কেন আসে না এইডা কইতে পারুম না। তবে ব্যবসা আর আগের মতো নেই।’ এই ব্যবসায়ী জানান, আগে ডিসেম্বর এলেই পতাকার জন্য ভিড় জমে যেত, এখন ক্রেতার অপেক্ষায় থাকতে হয়।
আরেক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আগে এক দিনে লাখ টাকার ওপরেও পতাকা বিক্রি করছি। এ বছর ৫-৭ হাজার টাকার পতাকাও বিক্রি করতে কষ্ট হয়।’
ঠিক কী কারণে বিক্রি কম হচ্ছে, তা খুব একটা বলতে পারছেন না এই ব্যবসায়ীরা। তবে কারও কারও কথায় রাজনৈতিক পটপরিবর্তন, দেশের থমথমে অবস্থার প্রসঙ্গটি উঠে আসে।
রাজধানীর চকবাজারে পতাকা পাইকারিতে বিক্রি হয়। সেখানেও দোকানগুলোয় খুব একটা ভিড় দেখা যায়নি। ব্যবসায়ী আসাদুজ্জামান অমিত বলেন, ‘এই সময় কথা বলার সময় পাইতাম না। ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মাল বিক্রি হইতো। এখন নাই। এই যে দেখেন, ফেরিওয়ালারা বাকি মাল ফেরত দিতে আসছে।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে