নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে বাড়ি ফেরার জন্য ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে টিকিট ছাড়াও যাত্রার দুই ঘণ্টা আগে স্টেশনে পাওয়া যাচ্ছে এই টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সুলভ শ্রেণির সমপরিমাণ টাকায় দাঁড়িয়ে বাড়ি ফেরার এই সুযোগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, আন্তনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে থেকে স্টেশনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
স্ট্যান্ডিং টিকিটের চাহিদা বেশি জানিয়ে মাসুদ সরোয়ার বলেন, প্রতিটি আন্তনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। বর্তমানে ঈদযাত্রায় তার চেয়েও বেশি চাহিদা রয়েছে।
স্টেশনের ম্যানেজার জানান, আজকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৫৫ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। এর মধ্যে বিশেষ ট্রেন চলাচল করছে তিন জোড়া।
কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে
ঈদযাত্রার দ্বিতীয় দিন কমলাপুরে চেকিং ও সুশৃঙ্খল ব্যবস্থা থাকলেও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। সোমবার ট্রেনের সময় ঠিক থাকলেও আজ (মঙ্গলবার) অনেক ট্রেন সময়মতো স্টেশন ছাড়েনি।
স্টেশনে ঘুরে দেখা যায়, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে শিডিউল দেওয়া হয়েছে। এই রুটে দুর্ঘটনার কারণে এই ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এমন জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ৪০ মিনিট দেরি করে স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেন প্রথম দিন (সোমবার) ২০ মিনিট দেরি করেছিল।
সিলেটগামী পারাবত এক্সপ্রেস সঠিক সময়ে ৬টা ২০ মিনিটে স্টেশন ত্যাগ করলেও নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায় স্টেশন ছেড়েছে। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট দেরিতে ৮টা ১০ মিনিটে, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনার গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’
মাসুদ সারওয়ার বলেন, ‘শুধু মহানগর প্রভাতি ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করেছে। এক-দুইটা ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছাড়ে। ২০ থেকে ৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।’
তবে ঢাকায় যত তাড়াতাড়ি ট্রেন আসবে তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে জানিয়ে মাসুদ সারওয়ার বলেন, ‘গরমের কারণে কিছু ট্রেনের সময় এদিক-ওদিক হচ্ছে। রেলওয়ে চাইছে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরুক।’
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার জানিয়েছেন, গরমের কারণে আন্তনগর ট্রেনের গতি ১০০ কিলোমিটার থেকে কমিয়ে ৭০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এর কারণে যদি কোন ট্রেন দেরি করে, তবে সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না।
ঈদে বাড়ি ফেরার জন্য ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে টিকিট ছাড়াও যাত্রার দুই ঘণ্টা আগে স্টেশনে পাওয়া যাচ্ছে এই টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সুলভ শ্রেণির সমপরিমাণ টাকায় দাঁড়িয়ে বাড়ি ফেরার এই সুযোগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, আন্তনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে থেকে স্টেশনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
স্ট্যান্ডিং টিকিটের চাহিদা বেশি জানিয়ে মাসুদ সরোয়ার বলেন, প্রতিটি আন্তনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। বর্তমানে ঈদযাত্রায় তার চেয়েও বেশি চাহিদা রয়েছে।
স্টেশনের ম্যানেজার জানান, আজকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৫৫ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। এর মধ্যে বিশেষ ট্রেন চলাচল করছে তিন জোড়া।
কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে
ঈদযাত্রার দ্বিতীয় দিন কমলাপুরে চেকিং ও সুশৃঙ্খল ব্যবস্থা থাকলেও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। সোমবার ট্রেনের সময় ঠিক থাকলেও আজ (মঙ্গলবার) অনেক ট্রেন সময়মতো স্টেশন ছাড়েনি।
স্টেশনে ঘুরে দেখা যায়, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে শিডিউল দেওয়া হয়েছে। এই রুটে দুর্ঘটনার কারণে এই ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এমন জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ৪০ মিনিট দেরি করে স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেন প্রথম দিন (সোমবার) ২০ মিনিট দেরি করেছিল।
সিলেটগামী পারাবত এক্সপ্রেস সঠিক সময়ে ৬টা ২০ মিনিটে স্টেশন ত্যাগ করলেও নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায় স্টেশন ছেড়েছে। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট দেরিতে ৮টা ১০ মিনিটে, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনার গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’
মাসুদ সারওয়ার বলেন, ‘শুধু মহানগর প্রভাতি ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করেছে। এক-দুইটা ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছাড়ে। ২০ থেকে ৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।’
তবে ঢাকায় যত তাড়াতাড়ি ট্রেন আসবে তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে জানিয়ে মাসুদ সারওয়ার বলেন, ‘গরমের কারণে কিছু ট্রেনের সময় এদিক-ওদিক হচ্ছে। রেলওয়ে চাইছে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরুক।’
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার জানিয়েছেন, গরমের কারণে আন্তনগর ট্রেনের গতি ১০০ কিলোমিটার থেকে কমিয়ে ৭০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এর কারণে যদি কোন ট্রেন দেরি করে, তবে সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে