নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের পর কঠোরতম লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আংশিক দোকানপাট খুলতে শুরু করেছে। সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। ফুটপাতে নামতে শুরু করেছেন হকারেরা। সোমবার সকালে রাজধানীর প্রধান সড়কগুলোয় এমন চিত্র চোখে পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির পর সাপ্তাহিক কার্যদিবসের দ্বিতীয় দিন সোমবার ব্যাংক, বিমাসহ খুলেছে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফলে আগের তিন দিনের তুলনায় রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে বিভিন্ন চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমেনি।
কয়েক বছর ধরে রাজধানীর বনশ্রী এলাকায় ভ্যানে পিঠা বিক্রি করেন বিক্রমপুরের নজরুল ইসলাম (৪৮)। সোমবার সকালেও বনশ্রীর বি-ব্লকে তাঁকে পিঠা বিক্রি করতে দেখা গেছে। তিনি জানালেন, সব সময় সতর্ক অবস্থায় থাকতে হয়। পুলিশ দেখলেই দোকান গোটান তিনি।
মৌচাক এলাকায় ভোরের কাগজ পত্রিকা অফিসসংলগ্ন গলিতে টং দোকানে চা বিক্রি করেন সিলেটের বিয়ানীবাজার এলাকার শাহীন মিয়া (৫০)। তিনি জানান, ঈদের পর লকডাউনের প্রথম দুদিন দোকান খুলতে পারেননি। গতকাল থেকে দোকান খোলা শুরু করেছেন। কেউ বাধা দেয়নি।
শান্তিনগর মোড়, কাকরাইল মোড়, পুরানা পল্টনে হকারদের চা-বিস্কুট, পান-সিগারেট, আইসক্রিম বিক্রি করতে দেখা গেছে। প্রকাশ্যে খোলা ছিল স্টেশনারির ও মোবাইল রিচার্জের দোকান। কিছু দোকান পুরোপুরি খোলা রাখলেও, কিছু দোকান আংশিক খোলা রেখে দোকানিরা চালিয়ে যাচ্ছেন বেচাবিক্রি।
নাম প্রকাশ না করে শান্তিনগরের সবুজ লাইব্রেরির বিক্রেতা জানান, দিনের পর দিন দোকান বন্ধ। বেচাবিক্রি বন্ধ। কিন্তু মালিক তো দোকান ভাড়া এক টাকাও ছাড় দেয় না। তাই বাঁচার জন্য নিরুপায় হয়ে তিনি দোকান খুলেছেন।
পুরানা পল্টন মোড়ের পাশে চা-সিগারেট-পান বিক্রি করছেন একাধিক হকার। পাশেই দাঁড়ানো ছিল পুলিশের গাড়ি। লকডাউনে বেচাবিক্রিতে পুলিশ কোনো অসুবিধা করে কি না, জানতে চাইলে এক হকার মুচকি হেসে বললেন, ‘মামা, সবকিছু ম্যানেজ করেই ব্যবসা করি।’
পল্টন এলাকায় কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. শামীম হোসাইনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরে ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি অনেক অফিস খুলেছে। ফলে রাস্তায় ব্যক্তিগত গাড়ি বেড়ে গেছে। বিভিন্ন অলিগলিতে কেউ কেউ দোকান খুলছে, তবে পুলিশের টহল দেখলে বন্ধ করে দিচ্ছে। এসব বন্ধ করতে হলে আরও কঠোর হতে হবে, মানুষজনকে মারধর করতে হবে, সেটা তো সম্ভব না।’
ঈদের পর কঠোরতম লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আংশিক দোকানপাট খুলতে শুরু করেছে। সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। ফুটপাতে নামতে শুরু করেছেন হকারেরা। সোমবার সকালে রাজধানীর প্রধান সড়কগুলোয় এমন চিত্র চোখে পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির পর সাপ্তাহিক কার্যদিবসের দ্বিতীয় দিন সোমবার ব্যাংক, বিমাসহ খুলেছে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফলে আগের তিন দিনের তুলনায় রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে বিভিন্ন চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমেনি।
কয়েক বছর ধরে রাজধানীর বনশ্রী এলাকায় ভ্যানে পিঠা বিক্রি করেন বিক্রমপুরের নজরুল ইসলাম (৪৮)। সোমবার সকালেও বনশ্রীর বি-ব্লকে তাঁকে পিঠা বিক্রি করতে দেখা গেছে। তিনি জানালেন, সব সময় সতর্ক অবস্থায় থাকতে হয়। পুলিশ দেখলেই দোকান গোটান তিনি।
মৌচাক এলাকায় ভোরের কাগজ পত্রিকা অফিসসংলগ্ন গলিতে টং দোকানে চা বিক্রি করেন সিলেটের বিয়ানীবাজার এলাকার শাহীন মিয়া (৫০)। তিনি জানান, ঈদের পর লকডাউনের প্রথম দুদিন দোকান খুলতে পারেননি। গতকাল থেকে দোকান খোলা শুরু করেছেন। কেউ বাধা দেয়নি।
শান্তিনগর মোড়, কাকরাইল মোড়, পুরানা পল্টনে হকারদের চা-বিস্কুট, পান-সিগারেট, আইসক্রিম বিক্রি করতে দেখা গেছে। প্রকাশ্যে খোলা ছিল স্টেশনারির ও মোবাইল রিচার্জের দোকান। কিছু দোকান পুরোপুরি খোলা রাখলেও, কিছু দোকান আংশিক খোলা রেখে দোকানিরা চালিয়ে যাচ্ছেন বেচাবিক্রি।
নাম প্রকাশ না করে শান্তিনগরের সবুজ লাইব্রেরির বিক্রেতা জানান, দিনের পর দিন দোকান বন্ধ। বেচাবিক্রি বন্ধ। কিন্তু মালিক তো দোকান ভাড়া এক টাকাও ছাড় দেয় না। তাই বাঁচার জন্য নিরুপায় হয়ে তিনি দোকান খুলেছেন।
পুরানা পল্টন মোড়ের পাশে চা-সিগারেট-পান বিক্রি করছেন একাধিক হকার। পাশেই দাঁড়ানো ছিল পুলিশের গাড়ি। লকডাউনে বেচাবিক্রিতে পুলিশ কোনো অসুবিধা করে কি না, জানতে চাইলে এক হকার মুচকি হেসে বললেন, ‘মামা, সবকিছু ম্যানেজ করেই ব্যবসা করি।’
পল্টন এলাকায় কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. শামীম হোসাইনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরে ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি অনেক অফিস খুলেছে। ফলে রাস্তায় ব্যক্তিগত গাড়ি বেড়ে গেছে। বিভিন্ন অলিগলিতে কেউ কেউ দোকান খুলছে, তবে পুলিশের টহল দেখলে বন্ধ করে দিচ্ছে। এসব বন্ধ করতে হলে আরও কঠোর হতে হবে, মানুষজনকে মারধর করতে হবে, সেটা তো সম্ভব না।’
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৫ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে