Ajker Patrika

আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি: হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি: হাইকোর্ট 

‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলব’—চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আজ বৃহস্পতিবার আদালতের নজরে আনলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, ‘আমরা সবাই কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। সিভিল সোসাইটির একজন মানুষ, ভালোভাবে বলতে পারতেন। তার মন্তব্য আরও সুন্দর এবং মনোমুগ্ধকর হওয়া উচিত ছিল।’

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘ওই বক্তব্য একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত। সাংবিধানিক পদে থেকে এভাবে বক্তব্য দিলে আমরা কোথায় যাব?’

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘উনি (নজিবুল বশর) একজন সংসদ সদস্য। কোনো কারণে সংক্ষুব্ধ হলে তিনি উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন। জনসম্মুখে এভাবে বলতে পারেন না, তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে।’ আদালত বলেন, ‘মামলা হয়েছে, তদন্ত চলছে। আপনারা আপনাদের কাজ করেন।’

এর আগে ‘চামড়া সব ছিঁড়ে ফেলব, মাইজভান্ডারীর গায়ে হাত!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেছেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। যা তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত