Ajker Patrika

৫ ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২: ২৯
৫ ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার

টাঙ্গাইপঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।

এর আগে গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত ২টার দিকে ক্রেনের সহায়তায় ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করে। পরে বগিটি সেখান থেকে রিলিফ ট্রেনের সহায়তায় টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এর পরই ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ বলেন, পঞ্চগড় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। 

তিনি আরও বলেন, নতুন লাইনের জন্য এ ঘটনা কি না বা কী কারণে লাইনচ্যুত হয়েছে, সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত