Ajker Patrika

নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৩
নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

ওষুধ কিনতে হবে নিবন্ধিত ফার্মেসি থেকে। আর কেনার সময় ওষুধ কোম্পানির ইনভয়েস (ক্রয় রসিদ) ফার্মেসি থেকে দেখে কেনার পরামর্শ দিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। 

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নকল ওষুধ থেকে বাঁচতে একই পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 

নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিটফোর্ডের মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির লিটন গাজী (৩২)। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।

মাহবুব আলম বলেন, রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধ মার্কেটের দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রির খবর জানতে পারে ডিবি। গতকাল শনিবার অভিযান চালিয়ে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৬ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়।

পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, `আমাদের তালিকা অনুযায়ী ৫০টির মতো নকল কারখানা রয়েছে। এই চক্রের মূল কেন্দ্র মিটফোর্ড ওষুধ মার্কেট। মিটফোর্ড থেকেই নকল ওষুধ দেশের সব ফার্মেসিতে যাচ্ছে। এগুলো দিনের বেলায় বন্ধ থাকে। রাতে কারখানা খোলে। তারা মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন করে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ওষুধ সারা দেশে পাঠিয়ে দেয়। 

ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাঈম গোলদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। নিবন্ধিত সব ওষুধের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। জনগণকে অবশ্যই ইনভয়েস নম্বর দেখে ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত। ইনভয়েস নম্বর হলো ওষুধের সার্টিফিকেট। যে কোম্পানি থেকে ওষুধ কেনা হয়, সেই কোম্পানির ইনভয়েস ওষুধ ফার্মেসিকে সংরক্ষণ করতে হয়। তাহলে ফার্মেসিগুলো চাপের মুখে থাকবে। এতে নকল ওষুধের চাহিদা তারা দেবে না।

নকল ওষুধের ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, নকল ওষুধ খেলে লিভার ও কিডনিতে সমস্যা হয়। সে কারণে বাংলাদেশে লিভার ও কিডনিজনিত রোগী বাড়ছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত