Ajker Patrika

ডুবে যাওয়া ফেরি তুলতে আবারও কাজ শুরু, আজকেই উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
ডুবে যাওয়া ফেরি তুলতে আবারও কাজ শুরু, আজকেই উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি সোজা করতে কাজ শুরু করেছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। আজ সোমবার সকালে জেনুইনের পাঁচটি উইন্স এই কাজ শুরু করে। 

ফেরির সঙ্গে তিন, চার ও পাঁচ ইঞ্চি তার বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে মেশিন। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ৫০ জন কর্মী ফেরি উদ্ধারে কাজ করছে। ফেরিটি তুলতে খরচ ধরা হয়েছে ২ কোটি টাকা। 

আজকের মধ্যেই কাত হয়ে থাকা ফেরিটি তুলে সোজা করা হবেজেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, আজকের মধ্যেই কাত হয়ে থাকা ফেরিটি তুলে সোজা করা হবে। এরপর ফেরির মধ্যে থাকা পানি সেচে খালি করে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। পরে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যায়। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। পরে ফেরিটি তুলতে ২ কোটি টাকা কন্টাক্ট করে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত