নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে