নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৪ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৯ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৪ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে