বাবা-মার বিরোধে এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হচ্ছে জাপানে বেড়ে ওঠা দুই শিশুর। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আলাদাভাবে বাবা ও মা আজ মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করেছে। এ সময় এক ঝলক সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে চোখাচোখি হয়ে যায়। স্বামী কথা বলার চেষ্টা করলেও জাপানি স্ত্রী এড়িয়ে যান।
আজ সকালে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রথমে আসেন জাপানি নারী নাকানো এরিকো (৪৬)। সন্তানদের সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি। ১২টার দিকে সেখানে উপস্থিত হন বাবা বাংলাদেশি-আমেরিকান শরীফ ইমরান। তখনো এরিকো ভেতরে। এ কারণে কর্তৃপক্ষ তাঁকে অপেক্ষা করতে বলেন।
দেড়টার দিকে বাইরে আসেন এরিকো। শ শ ব্যস্ত হয়ে এরিকোর সামনে গিয়ে দাঁড়ান শরীফ। কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু এরিকো হাত নেড়ে বুঝিয়ে দেন, এখন তুমি ভেতরে যেতে পারো। সাংবাদিকেরাও তাঁকে ছেঁকে ধরেন। কিন্তু কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান এরিকো।
দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ৩১ আগস্ট শিশুদের হাইকোর্টে হাজির করতে হবে।
গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিশুদের বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম। জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
জানা গেছে, নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন।
শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন।
বাবা-মার বিরোধে এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হচ্ছে জাপানে বেড়ে ওঠা দুই শিশুর। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আলাদাভাবে বাবা ও মা আজ মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করেছে। এ সময় এক ঝলক সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে চোখাচোখি হয়ে যায়। স্বামী কথা বলার চেষ্টা করলেও জাপানি স্ত্রী এড়িয়ে যান।
আজ সকালে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রথমে আসেন জাপানি নারী নাকানো এরিকো (৪৬)। সন্তানদের সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি। ১২টার দিকে সেখানে উপস্থিত হন বাবা বাংলাদেশি-আমেরিকান শরীফ ইমরান। তখনো এরিকো ভেতরে। এ কারণে কর্তৃপক্ষ তাঁকে অপেক্ষা করতে বলেন।
দেড়টার দিকে বাইরে আসেন এরিকো। শ শ ব্যস্ত হয়ে এরিকোর সামনে গিয়ে দাঁড়ান শরীফ। কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু এরিকো হাত নেড়ে বুঝিয়ে দেন, এখন তুমি ভেতরে যেতে পারো। সাংবাদিকেরাও তাঁকে ছেঁকে ধরেন। কিন্তু কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান এরিকো।
দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ৩১ আগস্ট শিশুদের হাইকোর্টে হাজির করতে হবে।
গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিশুদের বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম। জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
জানা গেছে, নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন।
শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৫ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে