Ajker Patrika

সব জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ ভোটকেন্দ্রে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২: ৫৯
সব জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ ভোটকেন্দ্রে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে ২১টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ বড় কোনো ঘটনা নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘গত বারের তুলনায় এবার এ ধরনের ঘটনা খুবই কম। সার্বিক নির্বাচন ব্যবস্থাপনায় এটা বড় কোনো বিষয় নয়। সব জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ ভোটকেন্দ্রে আসছে, ভোট দিচ্ছে, বিরোধীদের ভোট বর্জনের আন্দোলন প্রত্যাখ্যান করেছেন জনগণ।’ 
 
আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মণিপুরিপাড়ায় বাচা স্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১২ আসনের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মন্ত্রী বলেন, ‘বিএনপির ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়ায় তারা এই অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’ 

বিএনপির নির্বাচনে না আসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে নির্বাচনে এল, কে এল না, সেটা বড় কথা নয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না, সেটাই আসল কথা। বিএনপি সুনিশ্চিত ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। বিদেশি প্রভুদের প্রভাবিত করে, সব সময় কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘শুধু তাই নয়, বিএনপি কখনো জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসতে পারেনি। তারা কখনো ক্ষমতায় এসেছে গান পাওয়ারে আবার কখনো ক্ষমতায় এসেছে মিশেল পাওয়ারে। কিন্তু এখন আর সেই রাজনীতি নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত