মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে একটি বিদ্যালয়ের দুই শিক্ষিকা ও ৩০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার উপজেলার চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবারও একইভাবে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এদিকে এ ঘটনার পর বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে সেখানে বৃহস্পতিবারের মতো একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। তাদের কারও মাথা ঝিমঝিম করে, কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে মাত্র দুজন ছেলে, বাকি সব শিক্ষার্থীই মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের ওই বিদ্যালয়ের দুই শিক্ষক অসুস্থ হন। তবে তাঁরাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন। অভিভাবকেরা তাঁদের বাড়ি নিয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ তিন চিকিৎসক ও পাঁচ সেবিকাসহ ঘটনাস্থলে উপস্থিত হন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো মায়িশা (১৪), তামান্না (১৪), ঊর্মী (১৩), জ্যোতি (১৫) ও জোনাকী (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, ‘আজ সকালে জাতীয় সংগীত গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশের পরই একে একে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।’
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে বাড়ি থেকে নাশতা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলি করার সময়েই খারাপ লাগছিল তার। পরে দ্বিতীয় ক্লাসে মাথা ঘুরে পড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘মাস হিস্টিরিয়া’ নামে একটি রোগ আছে; যা আবহাওয়া পরিবর্তন ও মানসিক কারণে হয়ে থাকে। এ ধরনের রোগ হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায়।
মনোহরদীর ইউএনও মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি থেকে সকালের নাশতা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নরসিংদীর মনোহরদীতে একটি বিদ্যালয়ের দুই শিক্ষিকা ও ৩০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার উপজেলার চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবারও একইভাবে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এদিকে এ ঘটনার পর বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে সেখানে বৃহস্পতিবারের মতো একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। তাদের কারও মাথা ঝিমঝিম করে, কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে মাত্র দুজন ছেলে, বাকি সব শিক্ষার্থীই মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের ওই বিদ্যালয়ের দুই শিক্ষক অসুস্থ হন। তবে তাঁরাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন। অভিভাবকেরা তাঁদের বাড়ি নিয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ তিন চিকিৎসক ও পাঁচ সেবিকাসহ ঘটনাস্থলে উপস্থিত হন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো মায়িশা (১৪), তামান্না (১৪), ঊর্মী (১৩), জ্যোতি (১৫) ও জোনাকী (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, ‘আজ সকালে জাতীয় সংগীত গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশের পরই একে একে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।’
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে বাড়ি থেকে নাশতা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলি করার সময়েই খারাপ লাগছিল তার। পরে দ্বিতীয় ক্লাসে মাথা ঘুরে পড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘মাস হিস্টিরিয়া’ নামে একটি রোগ আছে; যা আবহাওয়া পরিবর্তন ও মানসিক কারণে হয়ে থাকে। এ ধরনের রোগ হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায়।
মনোহরদীর ইউএনও মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি থেকে সকালের নাশতা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৯ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৭ মিনিট আগে