প্রতিনিধি (শরিয়তপুর) ডামুড্যা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
১৩ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৩৭ মিনিট আগে