প্রতিনিধি (শরিয়তপুর) ডামুড্যা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
২ মিনিট আগেলোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে