Ajker Patrika

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১: ৪৪
আগুনে জ্বলছে পাওয়ার গ্রিড। ছবি: আজকের পত্রিকা
আগুনে জ্বলছে পাওয়ার গ্রিড। ছবি: আজকের পত্রিকা

সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। উপকেন্দ্রটি ৪০০/ ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, আজ সকাল ৭টার দিকে আমিনবাজার সুপার গ্রিডে আগুন লাগে। খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৭টি ইউনিট যুক্ত হয়।

জিএম গোলাম কাউসার তালুকদার আরও বলেন, ‘এই গ্রিড থেকে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যার মধ্যে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যবহার করে ৩০ মেগাওয়াট আর ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে ১২০ মেগাওয়াট। আগুন লাগার কারণে উৎপাদন বন্ধ থাকায় সাভার থানা এলাকাসহ আশুলিয়া থানার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত