নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি হবে মঙ্গলবার (১৭ মে)। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এই বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে। যা এত দিন শুনানি হয়নি।
এর আগে সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক পি কে হালদার ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় আদালত বলেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এদেশের চিহ্নিত অর্থ পাচারকারী।’
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোন ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি হবে মঙ্গলবার (১৭ মে)। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এই বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে। যা এত দিন শুনানি হয়নি।
এর আগে সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক পি কে হালদার ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় আদালত বলেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এদেশের চিহ্নিত অর্থ পাচারকারী।’
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোন ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৯ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৩ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে