Ajker Patrika

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার একটি বিধি নিয়ে রুল জারি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার একটি বিধি নিয়ে রুল জারি 

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি ৩৭ (৪) কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন। 

ইঞ্জিনিয়ার এস এম আল ইমরানের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিব, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের। 

প্রসঙ্গত, ডেসকোর এক দরপত্রে এস এম আল ইমরানের প্রতিষ্ঠান অ্যালায়েন্স পাওয়ার অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি এম এম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে ইমরান কার্যাদেশ পাওয়া কোম্পানির দাখিল করা কিছু তথ্য চেয়ে আবেদন করেন। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৩৭ (৪)-এর বিধান সংযুক্ত করে ডেসকো কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে গত বছরের ১ মার্চ রিট করেন ইমরান। 

শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ওই বিধান অনুযায়ী সরকারি ক্রয়-সংক্রান্ত কোনো দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের যেকোনো তথ্য অন্য কোন ঠিকাদারের কাছে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং অংশগ্রহণকারী ঠিকাদার ও নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ওই বিধান স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। এ ছাড়া এটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত