নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি ৩৭ (৪) কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন।
ইঞ্জিনিয়ার এস এম আল ইমরানের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিব, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।
প্রসঙ্গত, ডেসকোর এক দরপত্রে এস এম আল ইমরানের প্রতিষ্ঠান অ্যালায়েন্স পাওয়ার অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি এম এম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে ইমরান কার্যাদেশ পাওয়া কোম্পানির দাখিল করা কিছু তথ্য চেয়ে আবেদন করেন। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৩৭ (৪)-এর বিধান সংযুক্ত করে ডেসকো কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে গত বছরের ১ মার্চ রিট করেন ইমরান।
শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ওই বিধান অনুযায়ী সরকারি ক্রয়-সংক্রান্ত কোনো দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের যেকোনো তথ্য অন্য কোন ঠিকাদারের কাছে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং অংশগ্রহণকারী ঠিকাদার ও নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ওই বিধান স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। এ ছাড়া এটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি ৩৭ (৪) কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন।
ইঞ্জিনিয়ার এস এম আল ইমরানের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিব, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।
প্রসঙ্গত, ডেসকোর এক দরপত্রে এস এম আল ইমরানের প্রতিষ্ঠান অ্যালায়েন্স পাওয়ার অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি এম এম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে ইমরান কার্যাদেশ পাওয়া কোম্পানির দাখিল করা কিছু তথ্য চেয়ে আবেদন করেন। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৩৭ (৪)-এর বিধান সংযুক্ত করে ডেসকো কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে গত বছরের ১ মার্চ রিট করেন ইমরান।
শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ওই বিধান অনুযায়ী সরকারি ক্রয়-সংক্রান্ত কোনো দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের যেকোনো তথ্য অন্য কোন ঠিকাদারের কাছে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং অংশগ্রহণকারী ঠিকাদার ও নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের সব স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ওই বিধান স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। এ ছাড়া এটি তথ্য অধিকার আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
কোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
১০ মিনিট আগেবরিশাল জিলা স্কুলের নতুন প্রধান শিক্ষক হলেন মুহাম্মদ নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহত শিশুরা সবাই চাচাতো-ফুফাতো ভাই-বোন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে