Ajker Patrika

লকডাউনেও পুরান ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লকডাউনেও পুরান ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো

দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণার তৃতীয় দিনে পুরান ঢাকায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন কার্যক্রম। বিধিনিষেধের প্রথম দুই দিন পুরান ঢাকার ওয়ারী, বংশাল, রায়সাহেব বাজার ও লক্ষ্মীবাজার এলাকায় মানুষের উপস্থিতি তেমন চোখে না পড়লেও আজ সরব উপস্থিতি দেখা গেছে। 

আজ শনিবার সকালে অনেকেই বাহাদুরশাহ পার্ক এলাকায় ব্যায়াম করতে এসেছেন। দুপুরেও দেখা গেছে একই চিত্র। আশপাশের দোকানপাট বন্ধ থাকলেও মালিক ও কর্মচারীদের পার্কে বসে আড্ডা মারতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অলি-গলিতে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। 

লকডাউনেও বাহাদুরশাহ পার্কে মানুষের ঘুরাঘুরিপুরান ঢাকার ধোলাইখালের একটি মোটর–পার্টসের দোকানে কাজ করেন মোহাম্মদ মেহেদী। তাঁর কাছে পার্কে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'দোকান বন্ধ। বাসায় খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নাই। আমরা সারা দিন বাইরে থাকতে অভ্যস্ত। সারা দিন ঘরে বন্দী থাকা কীভাবে সম্ভব। দোকান খুললে পুলিশকে প্রতিবার ২০০ থেকে ৩০০ টাকা দেওয়া লাগে। কিন্তু কাস্টমারতো নাই, তাই দোকান বন্ধ, আর আমি এখানে।' 

এই এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেলেও কোনো রকম ধড়-পাকড় নেই। তবে মানুষের উপস্থিতি বাড়লেও আগের মতো ভাড়া পাচ্ছেন না রিকশা চালকেরা। তাঁরা জানান, মানুষ কিছুটা বাইরে আসলেও কোথাও যায় না, ঘুরতেই বাহির হয়। যেখানে অফিস-মার্কেট সব বন্ধ সেখানে মানুষ আর যাবেই বা কোথায়। 

টাঙ্গাইল থেকে ঢাকায় আসা রিকশা চালক হানিফ আজকের পত্রিকাকে বলেন, 'গ্রামের বাড়িতে দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে আমার সংসার। এখন থাকি সায়েদাবাদে। যেখানে খাওয়া বাবদ প্রতিদিন ১২০ টেহা দিতে হয়। পাশাপাশি রিকশার মহাজনকে দেওয়া লাগে ১২০ টেহা। দুপুর পর্যন্ত কামাই করলাম শুধু ৫০ টেহা। সরকার রিকশা চালানোর সুযোগ দিছে ঠিকই কিন্তু মানুষ না থাকলে ইনকাম হইব কই থেইকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত