নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন।
তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।
সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন।
তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।
সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার হয়েছেন স্বেচ্ছাসেবী আহসানুল্লাহ মুনিম। উপজেলা সিপিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগেবরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তারা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
৩৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বেড়েছে হত্যার ঘটনা। গত বছরে সীমান্তবর্তী তিনটি উপজেলায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি ও নির্যাতনে অন্তত সাতজন বাংলাদেশি হতাহত হয়েছেন। একই সময় একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন।
৩৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
১ ঘণ্টা আগে