Ajker Patrika

নারায়ণগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ ডেমরায় উদ্ধার

কদমতলী (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২১: ৩৬
নারায়ণগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ ডেমরায় উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিখোঁজ হয় সাদিয়া (৬) নামের এক শিশু। নিখোঁজের পাঁচ দিন পর শিশুটির বস্তাবন্দী লাশ ডেমরা থেকে উদ্ধার করেছে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ি। আজ সোমবার দুপুরে করিম জুটমিলসংলগ্ন নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদিয়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মো. শহিদুল্লার মেয়ে। 

ওই শিশুর পরিবার জানায়, ২৫ জানুয়ারি বিকেলে সাদিয়া খেলা করতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। এ ঘটনায় ওই দিন রাতে রূপগঞ্জ একটি সাদিয়ার বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ডেমরা নৌ পুলিশের প্রাথমিক ধারণা, শত্রুতার জেরে মেয়েটিকে বস্তাবন্দী করে রূপগঞ্জের বালু নদে ফেলেছে কেউ। পরে লাশ ভেসে শীতলক্ষ্যায় এসেছে।  

বিষয়টি নিশ্চিত করে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) কাইয়ুম আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। লাশ ফুলে গেছে, চামড়া খসে পড়ছে। লাশের পরনে ছিল নীল রঙের জামা ও ধূসর রঙের প্যান্ট। এ মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত