নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে