Ajker Patrika

নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁয়ে গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭: ৪২
নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার র‍্যাব-১১-এর ব্যাটালিয়ন নারায়ণগঞ্জের আদমজী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান। 

গ্রেপ্তার ফারুক আহমেদ নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ২০২২ সালের ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর থেকে ফারুক জেলা কারাগারে ২৮ মাস ধরে বন্দী ছিলেন। 

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজারো মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে। তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে। ওই সময় সেখান থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান এবং অস্ত্র, গোলাবারুদ, খাদ্যপণ্য লুট ও ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত