ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সরকারদলীয় নেতা-কর্মী এবং সরকারি বাহিনীর হামলায় শিক্ষার্থী-জনতার নিহত হওয়ার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র্যালি ও সংহতি সমাবেশ’ করে।
সংহতি সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা হত্যার বিচার চাই না। কারণ, যারা হত্যা করেছে তাদের কাছে কিসের বিচার চাইব। সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এত শিক্ষার্থী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। সবকিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।’
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, স্বাধীনতার পূর্বে যে আন্দোলন হয়েছে, একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেছে—তার নজির কিন্তু বাংলাদেশে নেই। লজ্জায় আর ঘৃণায় কোনো কিছুই বলতে পারি না। এই আন্দোলনের প্রতি কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে এই আন্দোলন এতটুকু পর্যন্ত গড়িয়েছে।’
সংহতি সমাবেশ সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষকনেতা অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানীসহ সাদা দলের বিভিন্ন স্তরে শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সরকারদলীয় নেতা-কর্মী এবং সরকারি বাহিনীর হামলায় শিক্ষার্থী-জনতার নিহত হওয়ার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র্যালি ও সংহতি সমাবেশ’ করে।
সংহতি সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা হত্যার বিচার চাই না। কারণ, যারা হত্যা করেছে তাদের কাছে কিসের বিচার চাইব। সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এত শিক্ষার্থী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। সবকিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।’
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, স্বাধীনতার পূর্বে যে আন্দোলন হয়েছে, একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেছে—তার নজির কিন্তু বাংলাদেশে নেই। লজ্জায় আর ঘৃণায় কোনো কিছুই বলতে পারি না। এই আন্দোলনের প্রতি কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে এই আন্দোলন এতটুকু পর্যন্ত গড়িয়েছে।’
সংহতি সমাবেশ সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষকনেতা অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানীসহ সাদা দলের বিভিন্ন স্তরে শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
১ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৮ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৮ মিনিট আগে