Ajker Patrika

ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩: ০৪
ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত 

গোপালগঞ্জে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) ও তাঁর শ্যালক একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়েজিদ তালুকদার (১৮)। 

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে মোড়েলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ ও বায়েজিদ। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত