Ajker Patrika

বিএনপি নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬: ৩৪
বিএনপি নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ নির্দেশ দেন।

সকালে চাঁদকে আদালতে হাজির করা হয়। এর আগে চকবাজার থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ গ্রেপ্তার দেখানোর ওই আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোর পর তদন্ত কর্মকর্তা কর্তৃক চাঁদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদনের ওপর বেলা ২টার পর শুনানি হয়। 

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ‘সরকারপ্রধানকে কীভাবে প্রকাশ্যে হত্যার হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ? তাঁর এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতপরিচয় জড়িতরা বাংলাদেশ নাকি বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, এসব জানা এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আসামি চাঁদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

‘রিমান্ড আবেদনে আরও বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার মূল হোতা শনাক্ত এবং গ্রেপ্তারসহ অন্য অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। ২৮ মে এই মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানোর ও রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ 

তাঁর এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর পুঠিয়া থানার মামলায় তাঁকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত