কুষ্টিয়া প্রতিনিধি
শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।
শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২৫ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩১ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে