Ajker Patrika

সাভারে ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫৫
সাভারে ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

আশুলিয়া ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন সাভারের ইমান্দিপুর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৪৫), সাভারের মজিদপুর এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে রিপন মিয়া (৪৬)। সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ছাড়া আশুলিয়ার জিরানী টেঙ্গুরী এলাকায় ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন এসআই সহিদুল ইসলাম। গ্রেপ্তার জিসান ইসলাম শিবলু টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত