Ajker Patrika

‘বেঞ্চে বসা নিয়ে’ দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪৩
‘বেঞ্চে বসা নিয়ে’ দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৫

ক্লাসে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর তুরাগে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ম ম পৃথ্বী (২৩) ও ম ম রাজ্য (১৭) এবং পৃথ্বীর বন্ধু আহনাফ (২৩), আশিক (২৪) ও জাওয়াদ (২১)। 

প্রতিপক্ষের হামলার ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে ম ম পৃথ্বী বাদী হয়ে রাতে তুরাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

অভিযোগকারী ম ম পৃথ্বী ও তাঁর ভাই ম ম রাজ্য বরিশাল সদরের জব্বার মিয়া লেনের বাসিন্দা অভিনেতা ম ম মোর্শেদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। বর্তমানে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের সন্ধ্যা মালতি ভবনের বাসিন্দা। 

ম ম পৃথ্বী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই রাজ্য তুরাগ থানাধীন মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টায় শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজ্যের সঙ্গে তারই সহপাঠী সিয়াম ও জিসুমের কথা-কাটাকাটি হয়। পরে তারা কলেজের বাইরে মারধর করবে বলে হুমকি দেয়।’ 

তিনি বলেন, ‘বিষয়টি আমার ছোট ভাই আমাকে ফোন করে জানায়। সেই সঙ্গে তাকে ক্লাস শেষে নিয়ে আসার জন্য অনুরোধ করে। পরে দুপুর ১টার দিকে ছোট ভাই রাজ্যকে নিয়ে আসার জন্য আমি ও আমার বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে যাই। পরে দুপুর ২টার দিকে ছোট ভাই রাজ্য ক্লাস শেষে বের হয়ে ডিপো চত্বরে আসে। তখন সিয়াম, জিসুমসহ তাদের সঙ্গে আরও কয়েকজন সহপাঠী রায়দুর আব্বার, আপন, আলতামাস, হাশেম আমার ছোট ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। তখন আমি তাদের বোঝানোর চেষ্টা করি। একপর্যায়ে সৈকত রায়হান (২৮), ইমন (২০), সাগর (২২), রুফাইদসহ (২৪) অজ্ঞাতনামা ২০-৩০ জন আমাদের ওপর বাঁশ, রড, ইট, পাথর দিয়ে হামলা করে। 

‘তাদের হামলায় আমি ও আমার ছোট ভাই রাজ্য এবং বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ আহত হই। হামলাকারীরা আমার বন্ধু আহনাফের মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৯-৯২৬৫) ভাঙচুর করে। হামলাকারীদের আঘাতে আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তুরাগ থানায় একটি অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত