ঢাকা: সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের রেখে কোনো নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকা সংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসম্মুখে এলে দেশের জনগণ ভ্যাকসিন নাও পেতে পারেন।
রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন কিংবা তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে কি–না এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হবে। আজ মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।
তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপরদিকে রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা করেন।
আরও পড়ুন:
ঢাকা: সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের রেখে কোনো নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকা সংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসম্মুখে এলে দেশের জনগণ ভ্যাকসিন নাও পেতে পারেন।
রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন কিংবা তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে কি–না এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হবে। আজ মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।
তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপরদিকে রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা করেন।
আরও পড়ুন:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে