Ajker Patrika

মানিকগঞ্জে পিকআপ খাদে পড়ে শ্রমিক নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৬: ৪৩
মানিকগঞ্জে পিকআপ খাদে পড়ে শ্রমিক নিহত

মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ খাদে পড়ে মো. হৃদয় (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত চার শ্রমিক হলেন আশরাফুল (৩৪), আছির উদ্দিন (৩০), লিমন (২১) ও বিপ্লব (২০)। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে পিকআপ নিয়ে টিউবওয়েল নির্মাণশ্রমিকেরা মালামালসহ শায়েস্তার দিকে যাচ্ছিলেন। পিকআপটি তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মো. হৃদয় নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ছাড়া পিকআপে থাকা আরও চারজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। 

সিঙ্গাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত