নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; এমন বহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে ধানমন্ডি ২৭ মোড়। নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর মোড় অবরোধ করে শিক্ষার্থীরা এসব স্লোগান দিচ্ছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে এ এলাকায় বিক্ষোভ করে ধানমন্ডি গভ. বয়েজ স্কুল, আজিমপুর গার্লস, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল, সেন্ট জোসেফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম—কলেজছাত্র নাঈম হাসান এবং মাইনুদ্দীন নিহতের ঘটনায় বিচার।
দাবি আদায়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থী আবার গাড়ির চালকদের লাইসেন্স যাচাই করছেন। শুধুমাত্র রোগী বহনকারী এবং জরুরি প্রয়োজন ছাড়া আর কোনো গাড়ি ছাড়া হচ্ছে না। এতে ধানমন্ডি এলাকায় মিরপুর সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী রাফসান আর আহনাফ বলেন, প্রশাসন আমাদের কথা মানেনি। তাই আমরাও তাদের কথা মানবো না। প্রতিদিন রাস্তায় প্রাণ ঝরছে, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখছে। আমরা এর প্রতিকার চাই।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সড়কে সকল হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
২. ঢাকাসহ সারা দেশে সকল গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
৪. সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে (এ ক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে)।
৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।
৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে।
৯. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা।
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিবহন মালিকেরা শুধু ঢাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাসের ঘোষণা দেয়। তবে শিক্ষার্থীদের দাবি, প্রজ্ঞাপন আকারে সারা দেশের শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ঘোষণা দিতে হবে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর প্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে হাফ পাসসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যেই সোমবার রাতে রামপুরায় মইনুদ্দীন নামের আরেক শিক্ষার্থী নিহত হন। এরপর আজ মঙ্গলবার থেকে আরও জোরালো হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলন।
তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বোঝাচ্ছেন। এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর দুলাল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো যায় কিনা। এরপরেও তারা যদি না সরে আমরা কোনো জবরদস্তিমূলক পদক্ষেপে যাবো না। যতক্ষণ বিক্ষোভ করার ইচ্ছা তারা করবে।
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; এমন বহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে ধানমন্ডি ২৭ মোড়। নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর মোড় অবরোধ করে শিক্ষার্থীরা এসব স্লোগান দিচ্ছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে এ এলাকায় বিক্ষোভ করে ধানমন্ডি গভ. বয়েজ স্কুল, আজিমপুর গার্লস, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল, সেন্ট জোসেফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম—কলেজছাত্র নাঈম হাসান এবং মাইনুদ্দীন নিহতের ঘটনায় বিচার।
দাবি আদায়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থী আবার গাড়ির চালকদের লাইসেন্স যাচাই করছেন। শুধুমাত্র রোগী বহনকারী এবং জরুরি প্রয়োজন ছাড়া আর কোনো গাড়ি ছাড়া হচ্ছে না। এতে ধানমন্ডি এলাকায় মিরপুর সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী রাফসান আর আহনাফ বলেন, প্রশাসন আমাদের কথা মানেনি। তাই আমরাও তাদের কথা মানবো না। প্রতিদিন রাস্তায় প্রাণ ঝরছে, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখছে। আমরা এর প্রতিকার চাই।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সড়কে সকল হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
২. ঢাকাসহ সারা দেশে সকল গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
৪. সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে (এ ক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে)।
৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।
৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে।
৯. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা।
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিবহন মালিকেরা শুধু ঢাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাসের ঘোষণা দেয়। তবে শিক্ষার্থীদের দাবি, প্রজ্ঞাপন আকারে সারা দেশের শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ঘোষণা দিতে হবে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর প্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে হাফ পাসসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যেই সোমবার রাতে রামপুরায় মইনুদ্দীন নামের আরেক শিক্ষার্থী নিহত হন। এরপর আজ মঙ্গলবার থেকে আরও জোরালো হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলন।
তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বোঝাচ্ছেন। এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর দুলাল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো যায় কিনা। এরপরেও তারা যদি না সরে আমরা কোনো জবরদস্তিমূলক পদক্ষেপে যাবো না। যতক্ষণ বিক্ষোভ করার ইচ্ছা তারা করবে।
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেসিলেটে একটি মামলায় ‘গায়েবি’ আসামি করা ২৮ জনকে অব্যাহতি দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
১০ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে সোহেল খাঁন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা রয়েছে। ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের ঠেলে পাঠানো হয় বলে আটক ব্যক্তিরা দাবি করেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল চা-বাগান থেকে তাদের আটক করা হয়।
১৯ মিনিট আগে