গাজীপুরের শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একই মালিকানাধীন তিনটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। সড়ক অবরোধের কারণে আজ সকাল নয়টা থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কারখানার শ্রমিকদের দাবি সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও কারখানা কর্তৃপক্ষ তা কার্যকর করেনি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
কারখানার শ্রমিক আসমা আক্তার বলেন, ‘সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকেরা আন্দোলন করছে। এ বিষয়ে কথা বলতে গেলে কারখানার ইনচার্জ আজাদ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার গালমন্দ করে তার অফিস থেকে বের করে দেন। বাসাভাড়া দোকান বাকি ছেলেমেয়ের পড়াশোনা খরচ চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে সড়কে এসেছি।’
কারখানার শ্রমিক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন এখনো বৃদ্ধি করেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্প বেতনে আমাদের সংসার চালতে হিমশিম খাচ্ছে। সরকার বেতন ঘোষণা করলেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। কী করব যে বেতন পায় তা দিয়ে বাসা ভাড়া আর দোকান বাকি দিলেই সব শেষ।’
এ ছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকেরা অসংগতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।
শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার ইনচার্জ আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি পরে আপনার সঙ্গে কথা বলব।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একই মালিকানাধীন তিনটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। সড়ক অবরোধের কারণে আজ সকাল নয়টা থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কারখানার শ্রমিকদের দাবি সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও কারখানা কর্তৃপক্ষ তা কার্যকর করেনি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
কারখানার শ্রমিক আসমা আক্তার বলেন, ‘সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকেরা আন্দোলন করছে। এ বিষয়ে কথা বলতে গেলে কারখানার ইনচার্জ আজাদ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার গালমন্দ করে তার অফিস থেকে বের করে দেন। বাসাভাড়া দোকান বাকি ছেলেমেয়ের পড়াশোনা খরচ চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে সড়কে এসেছি।’
কারখানার শ্রমিক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন এখনো বৃদ্ধি করেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্প বেতনে আমাদের সংসার চালতে হিমশিম খাচ্ছে। সরকার বেতন ঘোষণা করলেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। কী করব যে বেতন পায় তা দিয়ে বাসা ভাড়া আর দোকান বাকি দিলেই সব শেষ।’
এ ছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকেরা অসংগতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।
শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার ইনচার্জ আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি পরে আপনার সঙ্গে কথা বলব।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৪০ মিনিট আগে