Ajker Patrika

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার নাজমুল আলম তুহিন (২৫) ও আব্দুল ওহাব (৫৬)।

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, নাজমুল আলম তুহিনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয় এবং ১০ দিন আগে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক সেবনকারী। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।

জানা গেছে, গত ৩১ মে রাত আড়াইটার দিকে রেলওয়ের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়ি কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় মুখোশ পরা ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ লাখ টাকা, ১১ ভরি সোনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত