গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী মেয়েকে হত্যার পর নিজের পেটে ছুরিয়ে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। আজ বুধবার উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। আর বাবা বুলু মণ্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার হরিণহাটি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে গলা কেটে হত্যার পর বাবাও আত্মহত্যার চেষ্টা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবা–মার ঝগড়া মেটাতে গেলে বাবা মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাবাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চাঁন মিয়ার মেয়ে সুমা বেগমের (৩৩) সঙ্গে ১৫ / ১৬ বছর আগে বুলু মণ্ডল (৪০) এর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বুলু মণ্ডল শ্বশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে।
আজ বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে বুলু মণ্ডল মেয়ের ওপর ক্ষিপ্ত হন। পরে ঘরের ভেতরর একা পেয়ে দরজা বন্ধ করে দেন। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন।
ঘরের ভেতর থেকে চিৎকার শুনে মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে বৃষ্টিকে জখম অবস্থায় পান এবং তখনই বুলু মণ্ডল নিজের গলা ও পেটে ছুড়ি চালান। পরে গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন এবং বুলু মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ইয়াসমিন আক্তার বৃষ্টির লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী মেয়েকে হত্যার পর নিজের পেটে ছুরিয়ে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। আজ বুধবার উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। আর বাবা বুলু মণ্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার হরিণহাটি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে গলা কেটে হত্যার পর বাবাও আত্মহত্যার চেষ্টা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবা–মার ঝগড়া মেটাতে গেলে বাবা মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাবাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চাঁন মিয়ার মেয়ে সুমা বেগমের (৩৩) সঙ্গে ১৫ / ১৬ বছর আগে বুলু মণ্ডল (৪০) এর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বুলু মণ্ডল শ্বশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে।
আজ বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে বুলু মণ্ডল মেয়ের ওপর ক্ষিপ্ত হন। পরে ঘরের ভেতরর একা পেয়ে দরজা বন্ধ করে দেন। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন।
ঘরের ভেতর থেকে চিৎকার শুনে মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে বৃষ্টিকে জখম অবস্থায় পান এবং তখনই বুলু মণ্ডল নিজের গলা ও পেটে ছুড়ি চালান। পরে গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন এবং বুলু মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ইয়াসমিন আক্তার বৃষ্টির লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে