Ajker Patrika

চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৫

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ০১
চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৫

গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী উপজেলার সুজন পাঠান (২৪) নামে দুই অটোরিকশা চালক খুন হন। তাঁদের খুন করে ইজিবাইক দুটি নিয়ে যায় খুনিরা। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি হত্যা মামলা করা হয়।

মামলার পর তদন্তে নামে পুলিশ। অটোরিকশা চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন-মো. আশিক ওরফে আকাশ মাতবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)। 

আজ বুধবার সকাল ১১টায় জেলা সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। 
      
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পুলিশ গত কয়েক দিন বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের দৌলতদিয়া, ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে। 
      

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলার পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা ও কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মো. হাসানুজ্জামানসহ পুলিশের চৌকস অভিযানকারী দল এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন। 

দুটি ইজিবাইক উদ্ধার।গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার বলেন, ‘অটোরিকশা চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য কৌশলে চায়ের সঙ্গে সেবন করিয়ে নিরীহ ইজিবাইক চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরি করে আসছে। খুনি চক্রের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে চায়ের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে চালককে অজ্ঞান করে। পরে চক্রের অন্য সদস্যরা ইজিবাইকটি নিয়ে সরে পড়ে এবং অন্যত্র বিক্রি করে দেয়। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে কেউ কেউ মারা যায়। চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও বহু অপরাধকর্ম সংঘটন করেছে।’ 

পুলিশ সুপার আরও বলেন, মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। 
      
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআই-১ সাইদুর রহমান, কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত