রাজবাড়ী সদর ও গোয়ালন্দ প্রতিনিধি
গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী উপজেলার সুজন পাঠান (২৪) নামে দুই অটোরিকশা চালক খুন হন। তাঁদের খুন করে ইজিবাইক দুটি নিয়ে যায় খুনিরা। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি হত্যা মামলা করা হয়।
মামলার পর তদন্তে নামে পুলিশ। অটোরিকশা চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-মো. আশিক ওরফে আকাশ মাতবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)।
আজ বুধবার সকাল ১১টায় জেলা সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পুলিশ গত কয়েক দিন বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের দৌলতদিয়া, ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে।
রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলার পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা ও কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মো. হাসানুজ্জামানসহ পুলিশের চৌকস অভিযানকারী দল এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার বলেন, ‘অটোরিকশা চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য কৌশলে চায়ের সঙ্গে সেবন করিয়ে নিরীহ ইজিবাইক চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরি করে আসছে। খুনি চক্রের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে চায়ের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে চালককে অজ্ঞান করে। পরে চক্রের অন্য সদস্যরা ইজিবাইকটি নিয়ে সরে পড়ে এবং অন্যত্র বিক্রি করে দেয়। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে কেউ কেউ মারা যায়। চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও বহু অপরাধকর্ম সংঘটন করেছে।’
পুলিশ সুপার আরও বলেন, মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআই-১ সাইদুর রহমান, কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী উপজেলার সুজন পাঠান (২৪) নামে দুই অটোরিকশা চালক খুন হন। তাঁদের খুন করে ইজিবাইক দুটি নিয়ে যায় খুনিরা। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি হত্যা মামলা করা হয়।
মামলার পর তদন্তে নামে পুলিশ। অটোরিকশা চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-মো. আশিক ওরফে আকাশ মাতবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)।
আজ বুধবার সকাল ১১টায় জেলা সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পুলিশ গত কয়েক দিন বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের দৌলতদিয়া, ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে।
রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলার পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা ও কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মো. হাসানুজ্জামানসহ পুলিশের চৌকস অভিযানকারী দল এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার বলেন, ‘অটোরিকশা চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য কৌশলে চায়ের সঙ্গে সেবন করিয়ে নিরীহ ইজিবাইক চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরি করে আসছে। খুনি চক্রের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে চায়ের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে চালককে অজ্ঞান করে। পরে চক্রের অন্য সদস্যরা ইজিবাইকটি নিয়ে সরে পড়ে এবং অন্যত্র বিক্রি করে দেয়। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে কেউ কেউ মারা যায়। চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও বহু অপরাধকর্ম সংঘটন করেছে।’
পুলিশ সুপার আরও বলেন, মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআই-১ সাইদুর রহমান, কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৩ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৩ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৩ ঘণ্টা আগে