Ajker Patrika

ডুবে যাওয়া ফেরি রেখেই পাটুরিয়ায় উদ্ধারকাজ শেষ

মানিকগঞ্জ প্রতিনিধি
ডুবে যাওয়া ফেরি রেখেই পাটুরিয়ায় উদ্ধারকাজ শেষ

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পাটুরিয়ায় উদ্ধারকাজ আপাতত শেষ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার শেষে যানবাহন উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এখনো ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

উদ্ধার অভিযানে মোট ৭টি কাভার্ডভ্যান, ৭টি ট্রাক এবং ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরিতে থাকা সব ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। একজনের অভিযোগের ভিত্তিতে একটি মোটরসাইকেল খুঁজে দেখা হবে। ডুবে যাওয়া ফেরি উদ্ধারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কাজ করা হবে। 

আজ রোববার সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা অলস সময় কাটাচ্ছে। ফেরিটি পন্টুনের পাশে এখনো ডুবে রয়েছে। তবে কবে নাগাদ ফেরিটি উদ্ধার করা হবে এসংক্রান্ত কোন তথ্য জানা যায়নি। 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলা বিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত