রাজবাড়ী প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে হজরত আবদুল কাদের জিলানী (রা.)-এর বংশধর হজরত আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাকের ১২৪তম ওরস শরিফ আজ অনুষ্ঠিত হবে। তবে ভিসা জটিলতায় এ বছর ওরসে ভক্তদের নিয়ে যেতে পারেনি রাজবাড়ীর ওরস স্পেশাল ট্রেন।
এ কারণে এ বছর মেদিনীপুরের সঙ্গে মিল রেখে আজ সোমবার থেকে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে বড় পরিসরে ওরস শরিফ আনুষ্ঠানিকতার আয়োজন করেছে আঞ্জুমান-ই-কাদেরীয়া। এখানে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দের সমাগম হবে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। কিন্তু এ বছর সব প্রস্তুতি সম্পন্ন করার পরও ভিসা জটিলতায় যেতে পারেনি। এর আগে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে ওরস স্পেশাল ট্রেন যায়নি। এই স্পেশাল ট্রেনটিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ী থেকে প্রায় ২ হাজারের বেশি ভক্ত রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যেতেন।
আবদুর রশিদ আরও জানান, গত বছর আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ওরসে যোগ দিতে রাজবাড়ী থেকে ওরস স্পেশাল ২৪টি বগি-সংবলিত ট্রেনে ১ হাজার ৩১৮ জন পুরুষ, ৮৫৩ জন নারী ও ৮৫ শিশুসহ মোট ২ হাজার ২৫৬ জন যাত্রী ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যান।
এ বিষয়ে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফের পেশ ইমাম হাফেজ শাহজাহান আজকের পত্রিকাকে জানান, প্রতিবছরের মতো এ বছরও বড় মসজিদ খানকা শরিফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সঙ্গে মিল রেখে ওরস শরিফের আয়োজন করা হয়েছে। তবে এবার ভিসা না পাওয়ায় যে ভক্তবৃন্দ ও মুরিদানরা পশ্চিমবঙ্গে ওরসে যেতে পারেননি, তাঁরাও এখানকার ওরসে অংশ নেবেন। আজ মাগরিবের নামাজের পর থেকে সারা রাত চলবে ওরসের কার্যক্রম। ভোরে কিয়াম ও দোয়া-মোনাজাত শেষে ফজরের নামাজ শেষে তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস শরিফ।
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে হজরত আবদুল কাদের জিলানী (রা.)-এর বংশধর হজরত আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাকের ১২৪তম ওরস শরিফ আজ অনুষ্ঠিত হবে। তবে ভিসা জটিলতায় এ বছর ওরসে ভক্তদের নিয়ে যেতে পারেনি রাজবাড়ীর ওরস স্পেশাল ট্রেন।
এ কারণে এ বছর মেদিনীপুরের সঙ্গে মিল রেখে আজ সোমবার থেকে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফে বড় পরিসরে ওরস শরিফ আনুষ্ঠানিকতার আয়োজন করেছে আঞ্জুমান-ই-কাদেরীয়া। এখানে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দের সমাগম হবে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। কিন্তু এ বছর সব প্রস্তুতি সম্পন্ন করার পরও ভিসা জটিলতায় যেতে পারেনি। এর আগে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে ওরস স্পেশাল ট্রেন যায়নি। এই স্পেশাল ট্রেনটিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ী থেকে প্রায় ২ হাজারের বেশি ভক্ত রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যেতেন।
আবদুর রশিদ আরও জানান, গত বছর আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ওরসে যোগ দিতে রাজবাড়ী থেকে ওরস স্পেশাল ২৪টি বগি-সংবলিত ট্রেনে ১ হাজার ৩১৮ জন পুরুষ, ৮৫৩ জন নারী ও ৮৫ শিশুসহ মোট ২ হাজার ২৫৬ জন যাত্রী ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যান।
এ বিষয়ে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফের পেশ ইমাম হাফেজ শাহজাহান আজকের পত্রিকাকে জানান, প্রতিবছরের মতো এ বছরও বড় মসজিদ খানকা শরিফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সঙ্গে মিল রেখে ওরস শরিফের আয়োজন করা হয়েছে। তবে এবার ভিসা না পাওয়ায় যে ভক্তবৃন্দ ও মুরিদানরা পশ্চিমবঙ্গে ওরসে যেতে পারেননি, তাঁরাও এখানকার ওরসে অংশ নেবেন। আজ মাগরিবের নামাজের পর থেকে সারা রাত চলবে ওরসের কার্যক্রম। ভোরে কিয়াম ও দোয়া-মোনাজাত শেষে ফজরের নামাজ শেষে তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস শরিফ।
নারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এ কথা জানান।
৫ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
৮ মিনিট আগেনওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
১১ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
১৬ মিনিট আগে