Ajker Patrika

শিক্ষার্থী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

রাজধানীর নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৭ আগস্ট ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

গত ২২ জানুয়ারি দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় ওই মোটরসাইকেলকে ভিক্টর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। নাদিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে বাস চালিয়ে যান বাসের চালক। বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তাঁর বন্ধু অক্ষত রয়েছেন। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নাদিয়া।

ঘটনার দিন রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। 
পরে ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬ জানুয়ারি দুজনই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তাঁরা বলেছেন, তাঁদের অসাবধানতা এবং বেপরোয়া গতিতে বাস চালানোর ফলে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলের পেছনে বসা মেয়েটি মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যান। পরে বাস ফেলে রেখে তাঁরা দুজনই পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত