Ajker Patrika

‘মুক্তিযোদ্ধা কমান্ড’ অফিস থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
‘মুক্তিযোদ্ধা কমান্ড’ অফিস থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর বিমানবন্দরের ‘মুক্তিযোদ্ধা কমান্ড’ ব্যানারযুক্ত একটি অফিস থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মাহবুবুর রহমান (৫৫), আনোয়ার হোসেন ওরফে জামাই বাবু (৪৫) ও মো. জামাল (৩৫)। 

বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিকাইল মোল্লা আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এএসআই মিকাইল মোল্লা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে বিমানবন্দর গোলচক্কর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড নামক একটি অফিস থেকে মূল হোতা মাহবুবুর রহমান আনোয়ার হোসেন ওরফে জামাই বাবু ও মো. জামাল নামের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘গ্রেপ্তারকালে তাঁদের তিন জনের পকেট থেকে ৫৮২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা ওই ঘরে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা ও আসর পরিচালনা করে আসছিলেন।’ 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়ে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত