Ajker Patrika

হিন্দু মহাজোট নেতার ওপর হামলার ঘটনায় বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১: ০২
হিন্দু মহাজোট নেতার ওপর হামলার ঘটনায় বিচারের দাবি

হিন্দু মহাজোটের নেতা বিধান কৃষ্ণ রায়ের ওপর হামলাসহ হিন্দুদের ওপর হামলা, জমি দখল ও তাদের দেশত্যাগে হুমকির ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোট আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ শুক্রবার এ দাবি জানানো হয়। 

সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া একটি বর্ধিঞ্চু হিন্দু গ্রাম ছিল। গত কয়েক বছর ধরে সাবেক ইউপি মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হিন্দুদের ওপর হামলা, জমি দখল, নানাভাবে হয়রানিসহ দেশত্যাগে বাধ্য করার হুমকিতে হিন্দুরা অতিষ্ঠ। এতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী পরাজয়ের কারণ হিসেবে হিন্দুদের দায়ী করেন। তিনি প্রচার করছেন, হিন্দুরা তাঁকে ভোট না দেওয়ার কারণেই তিনি হেরেছেন। সে জন্য নির্বাচনের ব্যয় তিনি হিন্দুদের কাছ থেকে ওঠাবেন। 

বক্তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারি মোশারফ ও তাঁর সহযোগী বাহিনী রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বিধান কৃষ্ণ রায়ের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা বিধান কৃষ্ণ রায় ও তাঁর গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মা ও ছোট ভাইয়ের ওপরও হামলা চালানো হয়। মোশারফ বাহিনীর অত্যাচারের মাত্রা দিনদিন অসহনীয় হয়ে পড়েছে। 

এ সময় তাঁরা মোশারফ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিধান কৃষ্ণ রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাংগঠনিক সম্পাদক পলাশ বীর, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত