উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মানসম্মত ক্যানটিন ও অধ্যক্ষ পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তরার ৭ নম্বর সেক্টরের হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে আজ সোমবার সকাল থেকে আন্দোলন করে তারা। পরে তারা অধ্যক্ষের পরামর্শে দাবিগুলো তাঁর কাছে লিখিতভাবে জানায়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের চারদিকে ঘুরে এসে মূল ফটকে অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধ্যক্ষের পরিবর্তন চাই, তা ছাড়া গতি নাই’, ‘মানসম্মত ক্যানটিন চাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মামলামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই, রাজনীতিমুক্ত স্কুল চাই’—এ ধরনের স্লোগান দিতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলে, ‘আমাদের আন্দোলন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। আমরা চাই, আমাদের ক্যাম্পাস থেকে এসব মুক্তি পাক। শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক। আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।’
তারা আরও বলে, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হলে রাজনীতিমুক্ত গভর্নিং বডি তৈরি করতে হবে। স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। না হলে শিক্ষার পরিবেশ ফিরবে না।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ‘স্কুলে ক্যানটিন থাকার কথা। কিন্তু টাকার এতই অভাব পড়েছে যে, সেখানে গরুর গোশতের দোকান দিতে হয়েছে। উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো উন্নয়ন করা হচ্ছে না। আইডি কার্ড, ডায়েরির জন্য টাকা নেওয়া হয়, কিন্তু ডায়েরি দেওয়া হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা নেই। সব টাকাপয়সা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের যোগসাজশে গভর্নিং বডির লোকজন লুটপাট করে খেয়ে ফেলছে। তাই আমরা অধ্যক্ষ ও গভর্নিং বডির পরিবর্তন চাই।’
শিক্ষার্থীরা জানায়, এদিকে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের বাইরে যেতে দেওয়া হয় না। যে কারণে ধীরে ধীরে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর রহমান বলেন, ‘তোমাদের দাবির সঙ্গে আমিও একমত। এসব দাবি নিয়ে আমরা গভর্নিং বডির সঙ্গে কথা বলেছি। তোমরা লিখিত দাও, আমরা এসব দাবি মিটিংয়ে উপস্থাপন করব।’
আন্দোলন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ক্যানটিন স্থাপন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা দ্রুত করা হবে। তিনি বলেন, ‘আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে আমার পক্ষে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া সম্ভব নয়। গভর্নিং বডি পরিবর্তন করাও সম্ভব নয়। আমি এসব বিষয় গভর্নিং বডির মিটিংয়ে দ্রুত উপস্থাপন করব।’
অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দিয়ে আন্দোলনের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। এ আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা-পুলিশ মোতায়েন ছিল। পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে।
রাজধানীর উত্তরায় মানসম্মত ক্যানটিন ও অধ্যক্ষ পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তরার ৭ নম্বর সেক্টরের হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে আজ সোমবার সকাল থেকে আন্দোলন করে তারা। পরে তারা অধ্যক্ষের পরামর্শে দাবিগুলো তাঁর কাছে লিখিতভাবে জানায়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের চারদিকে ঘুরে এসে মূল ফটকে অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধ্যক্ষের পরিবর্তন চাই, তা ছাড়া গতি নাই’, ‘মানসম্মত ক্যানটিন চাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মামলামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই, রাজনীতিমুক্ত স্কুল চাই’—এ ধরনের স্লোগান দিতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলে, ‘আমাদের আন্দোলন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। আমরা চাই, আমাদের ক্যাম্পাস থেকে এসব মুক্তি পাক। শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক। আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।’
তারা আরও বলে, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হলে রাজনীতিমুক্ত গভর্নিং বডি তৈরি করতে হবে। স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। না হলে শিক্ষার পরিবেশ ফিরবে না।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ‘স্কুলে ক্যানটিন থাকার কথা। কিন্তু টাকার এতই অভাব পড়েছে যে, সেখানে গরুর গোশতের দোকান দিতে হয়েছে। উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো উন্নয়ন করা হচ্ছে না। আইডি কার্ড, ডায়েরির জন্য টাকা নেওয়া হয়, কিন্তু ডায়েরি দেওয়া হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা নেই। সব টাকাপয়সা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের যোগসাজশে গভর্নিং বডির লোকজন লুটপাট করে খেয়ে ফেলছে। তাই আমরা অধ্যক্ষ ও গভর্নিং বডির পরিবর্তন চাই।’
শিক্ষার্থীরা জানায়, এদিকে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের বাইরে যেতে দেওয়া হয় না। যে কারণে ধীরে ধীরে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর রহমান বলেন, ‘তোমাদের দাবির সঙ্গে আমিও একমত। এসব দাবি নিয়ে আমরা গভর্নিং বডির সঙ্গে কথা বলেছি। তোমরা লিখিত দাও, আমরা এসব দাবি মিটিংয়ে উপস্থাপন করব।’
আন্দোলন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ক্যানটিন স্থাপন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা দ্রুত করা হবে। তিনি বলেন, ‘আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে আমার পক্ষে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া সম্ভব নয়। গভর্নিং বডি পরিবর্তন করাও সম্ভব নয়। আমি এসব বিষয় গভর্নিং বডির মিটিংয়ে দ্রুত উপস্থাপন করব।’
অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দিয়ে আন্দোলনের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। এ আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা-পুলিশ মোতায়েন ছিল। পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে।
লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৩০ মিনিট আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৩৩ মিনিট আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
১ ঘণ্টা আগেসিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
১ ঘণ্টা আগে