ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত নিউমার্কেট সংলগ্ন হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়। এ সময় সকলকে হাতেনাতে আটক করে পুলিশ। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন স্টাফ। তারা ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সময় দেখা যায়, শহরের নিউমার্কেট সংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। সেখানে ছোট ছোট ১০টি কক্ষে তৈরি করা হয়েছে থাকার ব্যবস্থা। যেখানে বাইরে থেকে বুঝার উপায় নেই যে আবাসিক হোটেল রয়েছে। আবাসিক হোটেলের নামে মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অভিযানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে এবং হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, যেসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলবে, সেখানেই আমাদের অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করেছি। ইতিপূর্বেও কয়েকটি হোটেলে অভিযান করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত নিউমার্কেট সংলগ্ন হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়। এ সময় সকলকে হাতেনাতে আটক করে পুলিশ। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন স্টাফ। তারা ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সময় দেখা যায়, শহরের নিউমার্কেট সংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। সেখানে ছোট ছোট ১০টি কক্ষে তৈরি করা হয়েছে থাকার ব্যবস্থা। যেখানে বাইরে থেকে বুঝার উপায় নেই যে আবাসিক হোটেল রয়েছে। আবাসিক হোটেলের নামে মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অভিযানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে এবং হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, যেসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলবে, সেখানেই আমাদের অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করেছি। ইতিপূর্বেও কয়েকটি হোটেলে অভিযান করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৯ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৮ মিনিট আগে