টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
জলিল মধুপুর উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা। এতে গুরুতর আহত হন রিকশার যাত্রী ও গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড বীরের বাড়ি গ্রামের আশরাফ উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বাঘিল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি গাড়ির পেছনে আটকে যায়। এ অবস্থায় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যান রিকশাটি। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক আব্দুল জলিল নিহত হন। এতে গুরুতর আহত হন আরফাফ নামের ওই যাত্রী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। আশরাফ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
জলিল মধুপুর উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা। এতে গুরুতর আহত হন রিকশার যাত্রী ও গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড বীরের বাড়ি গ্রামের আশরাফ উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বাঘিল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি গাড়ির পেছনে আটকে যায়। এ অবস্থায় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যান রিকশাটি। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক আব্দুল জলিল নিহত হন। এতে গুরুতর আহত হন আরফাফ নামের ওই যাত্রী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। আশরাফ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতায় উপলশহর উচ্চবিদ্যালয়ের মাঠ ভরে উঠেছে কচুরিপানায়। শতাধিক প্রান্তিক কৃষক কয়েক বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।
২ ঘণ্টা আগেসুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কটি সুনামগঞ্জ ও সিলেটে জরুরি যাতায়াতের অন্যতম মাধ্যম। এ ছাড়া ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা ছাড়াও নেত্রকোনার একাংশের মানুষ এটি ব্যবহার করে।
২ ঘণ্টা আগে