Ajker Patrika

মাদক মামলায় মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৪০
মাদক মামলায় মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের 

মাদক মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আট শতাধিক ইয়াবা ও বিদেশি মদসহ মৌকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারপক্ষ মামলা সঠিকভাবে প্রমাণ করা সত্ত্বেও ২০২২ সালের ২৬ জুলাই তাঁকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আপিল করলে তা শুনানির জন্য হাইকোর্ট গ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘যখন মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেই মুহূর্তে মাদকের মামলায় অতি দ্রুতগতিতে এভাবে খালাস হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। আসামিকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

২০২১ সালের ১ আগস্ট রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালায় পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পিয়াসার দেওয়া তথ্যে মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তাঁর বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

দুই মডেলকে আটকের পর সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ বলেন, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তাঁরা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত