নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে গানের মিছিল করেছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের একটি দল। আজ বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৫টায় শুরু হয় গানের মিছিল। মিছিলটি বাটা সিগনাল, সাইন্সল্যাব মোড় হয়ে জিগাতলা সংলগ্ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বি ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
গানের মিছিলের সামনের সারিতে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেঁটে চলেন সংস্কৃতি কর্মীরা। মিছিলের মাঝামাঝি একটি ভ্যানে গিটার, ঢোল, ইউকুলেলে, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন অংশগ্রহণকারীরা। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাসে নিয়ে লেখা ‘ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি, চল মিনি আসাম যাবোসহ’ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে গেয়ে সংহতি জানান তাঁরা। এ ছাড়া গানের মিছিলে চা শ্রমিকদের করুণ জীবনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
শিল্পী ও সংগঠক বীথি ঘোষের সঞ্চালনায় মিছিলের শুরুতে চা শ্রমিকদের ন্যূনতম ৩০০ টাকার দৈনিক মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধিকারকর্মী বাকী বিল্লাহ, শিল্পী অরূপ রাহী ও কৃষ্ণকলি ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহানা রহমান সুমি ও সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু, ব্যান্ড বক্ররেখার ভোকাল মূয়ীয মাহফুজ। গানের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন শিল্পী সংগঠক কফিল আহমেদ। তারপর সন্ধ্যা ছয়টায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হেমাঙ্গ বিশ্বাসের ‘হুরর তান তান, ধনুকে জোর দেরে টান’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় মিছিল।
অধিকারকর্মী বাকী বিল্লাহ বলেন, ‘বর্তমান বাজারমূল্যে ১২০ টাকা দৈনিক মজুরি চা শ্রমিকদের দাসত্বের নির্মমতার উদাহরণ মাত্র। চা মালিকেরা বলছেন, এই দাবি মানলে ব্যবসায় চা শিল্প লোকসান হয়ে যাবে। আমি সোজাসাপটা বলতে চাই, না পারলে বন্ধ করে দিন তাও এইভাবে শ্রমিকদের শুষে নিতে পারেন না। ৩০০ টাকা দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে আমাদের সংহতি আছে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।’
শিল্পী সংগঠক কাফিল আহমেদ বলেন, ‘এইটা কোনোভাবে মেনে যায় না। চা বাংলাদেশের অর্থকরী ফসল। এই চা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবে?’ শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে গানের মিছিল করেছেন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের একটি দল। আজ বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৫টায় শুরু হয় গানের মিছিল। মিছিলটি বাটা সিগনাল, সাইন্সল্যাব মোড় হয়ে জিগাতলা সংলগ্ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বি ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
গানের মিছিলের সামনের সারিতে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেঁটে চলেন সংস্কৃতি কর্মীরা। মিছিলের মাঝামাঝি একটি ভ্যানে গিটার, ঢোল, ইউকুলেলে, খঞ্জনিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন অংশগ্রহণকারীরা। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাসে নিয়ে লেখা ‘ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি, চল মিনি আসাম যাবোসহ’ বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে গেয়ে সংহতি জানান তাঁরা। এ ছাড়া গানের মিছিলে চা শ্রমিকদের করুণ জীবনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
শিল্পী ও সংগঠক বীথি ঘোষের সঞ্চালনায় মিছিলের শুরুতে চা শ্রমিকদের ন্যূনতম ৩০০ টাকার দৈনিক মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধিকারকর্মী বাকী বিল্লাহ, শিল্পী অরূপ রাহী ও কৃষ্ণকলি ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহানা রহমান সুমি ও সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু, ব্যান্ড বক্ররেখার ভোকাল মূয়ীয মাহফুজ। গানের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন শিল্পী সংগঠক কফিল আহমেদ। তারপর সন্ধ্যা ছয়টায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে হেমাঙ্গ বিশ্বাসের ‘হুরর তান তান, ধনুকে জোর দেরে টান’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় মিছিল।
অধিকারকর্মী বাকী বিল্লাহ বলেন, ‘বর্তমান বাজারমূল্যে ১২০ টাকা দৈনিক মজুরি চা শ্রমিকদের দাসত্বের নির্মমতার উদাহরণ মাত্র। চা মালিকেরা বলছেন, এই দাবি মানলে ব্যবসায় চা শিল্প লোকসান হয়ে যাবে। আমি সোজাসাপটা বলতে চাই, না পারলে বন্ধ করে দিন তাও এইভাবে শ্রমিকদের শুষে নিতে পারেন না। ৩০০ টাকা দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে আমাদের সংহতি আছে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া হোক।’
শিল্পী সংগঠক কাফিল আহমেদ বলেন, ‘এইটা কোনোভাবে মেনে যায় না। চা বাংলাদেশের অর্থকরী ফসল। এই চা বিক্রি করে বিদেশি মুদ্রা আয় করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবে?’ শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৫ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১২ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪২ মিনিট আগে