জবি প্রতিনিধি
টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের পাশের মোড়ে এই সমাবেশ শুরু হয়।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনো হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।’
অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের সব থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এই দ্বিচারিতা আর মেনে নিব না অনেক হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে বলব, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন। জুলাই-আগস্ট আন্দোলন করলাম আমরা বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ দেখি আমাদের ওপরেই বৈষম্য। এ কেমন বিচার।’
তিনি আরও বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হিসেবে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মৌলিক অধিকার আদায় করতে চলে এসেছি।’
সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘এ দেশের প্রত্যেকটা নাগরিক তাঁদের অধিকার প্রত্যাশা করেন। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধমকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তবে আমাদের এই আন্দোলনকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাঁকে ছাড় দেওয়া হবে না। এখানে যারা দাবি নিয়ে এসেছে তারা সবাই জুলাই-এর যোদ্ধা।’
আজ শুক্রবার বাদ জুমা গণ অনশনে বসার কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের পাশের মোড়ে এই সমাবেশ শুরু হয়।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনো হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।’
অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের সব থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এই দ্বিচারিতা আর মেনে নিব না অনেক হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে বলব, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন। জুলাই-আগস্ট আন্দোলন করলাম আমরা বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ দেখি আমাদের ওপরেই বৈষম্য। এ কেমন বিচার।’
তিনি আরও বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হিসেবে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মৌলিক অধিকার আদায় করতে চলে এসেছি।’
সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘এ দেশের প্রত্যেকটা নাগরিক তাঁদের অধিকার প্রত্যাশা করেন। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধমকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তবে আমাদের এই আন্দোলনকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাঁকে ছাড় দেওয়া হবে না। এখানে যারা দাবি নিয়ে এসেছে তারা সবাই জুলাই-এর যোদ্ধা।’
আজ শুক্রবার বাদ জুমা গণ অনশনে বসার কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১০ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
৩৩ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৩৮ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে