নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
৩ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৯ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে